রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে পাকিস্তান হেরে গেলেও ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছিলেন সাহিবজাদা ফারহান। তাঁর ৪৫ বলে ৫৮ রানের ইনিংসে ভর দিয়েই ১৭১ পর্যন্ত পৌঁছয় পাকিস্তান। তবে ম্যাচ শেষে ব্যাটিংকে ছাপিয়েও সমাজ মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে ফারহানের বিতর্কিত অঙ্গভঙ্গি। রবিবার হাফ সেঞ্চুরির পর ব্যাটটিকে বন্দুকের মত উঁচিয়ে ধরে এক বিশেষ ধরণের উদযাপন করেন পাক ওপেনার।
এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ভারতীয়দের রোষের মুখে পড়তে হয়েছে ফারহানকে। তাঁর এই বন্দুক ছোঁড়ার ভঙ্গিতে বিতর্কিত উদযাপনকে বলা হচ্ছে AK 47 সেলিব্রেশন। এই ইঙ্গিতবাহী অঙ্গভঙ্গি দেখে অনেকেই সমালোচনা করছেন ফারহানের। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, এতকিছুর পরও বিন্দুমাত্র অনুতপ্ত নন পাক ওপেনার। বরং তাঁর সাফ দাবি, যা করেছেন বেশ করেছেন।
রবিবার ভারতের কাছে হারের পর সোমবার সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় সুপার ম্যাচের প্রাক-সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন ফারহান। সেখানে মেন ইন ব্লু-র বিরুদ্ধে তাঁর বিতর্কিত AK 47 সেলিব্রেশন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাঁকে। জবাবে ২৯ বছর বয়সি এই ক্রিকেটার বলেন যে, কে কী ভাবছে তা নিয়ে পরোয়া করেন না তিনি। কারণ, নিজের মন যা চেয়েছে, ঠিক সেটাই করেছেন।
ফারহান বলেন, “যদি আপনি ছক্কা মারার কথা বলেন, তা হলে আমি বলব ,ভবিষ্যতে আপনি সেটা আরও দেখতে পাবেন। আর ওই উদযাপনের বিষয়টি ছিল মুহূর্তের সিদ্ধান্ত।”ব্যখ্যা দেন, “৫০ রান করার পর আমি খুব বেশি উদযাপন করি না। কিন্তু হঠাৎ আমার মনে হল আজ একটা উদযাপন করা যাক। আমি সেটাই করেছি। আমি জানি না মানুষ এটা কীভাবে নেবে। আমি তাতে কিছু মনে করি না। আর বাকিটা, আপনি জানেন, আপনি যেখানেই খেলুন না কেন আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত। এটা জরুরি নয় যে উল্টোদিকে ভারত থাকলেই এমনটা করতে হবে। প্রতিটি দলের আপনাকে বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হবে। যেমন আমরা আজ খেলেছি।”
