এশিয়া কাপে পর পর দুই রবিবার পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে গ্রুপ লিগের ম্যাচে করমর্দন বিতর্কের পর সুপার ফোরের দ্বৈরথে উত্তেজনা ছিল চরমে। ব্যাট-বলের লড়াইয়ে সূর্যকুমার যাদবের দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও মাঠের মধ্যে তাঁদের নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করেন পাক ক্রিকেটাররা। বিশেষ করে হারিস রউফ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় কিছু উস্কানিমূলক অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে পাকিস্তানের এই জোরে বোলারকে।
এর পর মাঠের মধ্যে দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিলের সঙ্গে তীব্র বাদানুবাদেও লিপ্ত হন তিনি। ম্যাচ শেষে এই সমস্ত কিছুর জবার সমাজ মাধ্যমে মাত্র চারটি শব্দে দিয়ে দিলেন ভারতের সহ অধিনায়ক শুভমান গিল। তিনি কোনও ভনিতা না করেই জানিয়েছেন যে, ভারতীয় দল ব্যাট দিয়ে কথার জবাব দেওয়ায় বিশ্বাসী।
“Game speaks, not words”, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স-এ ঠিক এই চারটি শব্দই লিখেছেন গিল। যার বাংলা করলে দাঁড়ায়, “খেলা কথা বলে, শব্দ নয়।” এর পাশাপাশি ম্যাচের কয়েকটি ছবিও শেয়ার করেছেন ‘পাঞ্জাব কা পুত্তর’। উল্লেখ্য, ১৭২ রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে গিল এবং অভিষেক শর্মা যোগ করেন ১০৫ রান। অভিষেক ৩৯ বলে করেন ৭৪ রান। অন্যদিকে গিল ৪৭ রানের ইনিংস খেলেন ২৮ বলে।
গিলের সুর শোনা গিয়েছে অভিষেকের গলাতেও। বিধ্বংসী ইনিংসের সৌজন্যে রবিবার দুবাইয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, “আজকের দিনটা বেশ সহজ ছিল। ওরা (পাক বোলাররা) যেভাবে কোনও কারণ ছাড়াই আমাদের আগ্রাসন দেখাচ্ছিল, বল করছিল, তা আমার মোটেও পছন্দ হয়নি। সেই কারণেই আমি তাদের পিছনে ছুটেছি। আমি দলের জন্য ভাল কিছু করতে চেয়েছিলাম।”
