আলিপুরদুয়ার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সুভাষ কুজুর। তিনি কালচিনি এলাকার বাসিন্দা। তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করতেন বলেও খবর। সূত্রের খবর, ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে পোরো এলাকায় আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক অনুমান শরীরে ক্ষত আছে। সম্ভবত গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের । তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মৃতের স্ত্রীর দাবি, গুলি করে হত্যা করা হয়েছে তাঁর স্বামীকে। তাঁর দাবি, তিন জায়গায় গুলির দাগ আছে। মৃতের স্ত্রী আরও জানান তাঁদের নিকট আত্মীয়ের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল। তাঁর অভিযোগ তারাই গুলি করেছে।
এদিকে পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশের তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
