প্রয়াত প্রবাদপ্রতিম আম্পায়ার ডিকি বার্ড। মঙ্গলবার তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। মৃত্যুকালে বার্ডের বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।
আম্পায়ারিংয়ে আসার আগে ১৯৫৬ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন বার্ড। তবে আম্পায়ার হিসেবে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যান তিনি। ১৯৮৩ সহ মোট তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলিয়েছেন বার্ড। এর পর ১৯৯৬ সালে লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড টেস্টের পর সরে দাঁড়ান আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে।
উল্লেখ্য, এই টেস্টেই অভিষেক ঘটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের। আরও উল্লেখযোগ্য বিষয় হল, সেই ম্যাচে সৌরভের বলে জ্যাক রাসেলকে আউট দিয়েছিলেন বার্ড। আর সেটিই আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ সিদ্ধান্ত। তিনি ছিলেন এমন একজন আম্পায়ার, যার কোনও প্রযুক্তির প্রয়োজন পড়ত না। খালি চোখেই সঠিক সিদ্ধান্ত নিতে তাঁর ছিল জুড়ি মেলা ভার।
১৯৭৩ সালে আম্পায়ারিং শুরু করেন ডিকি বার্ড। এর পরবর্তী ২৩ বছরে ৬৬ টি টেস্ট এবং ৬৯ টি একদিনের ম্যাচ পরিচালনা করেন। বার্ডকে এখনও মনে করা হয়, বিশ্ব ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ আম্পায়ারদের একজন। পাশাপাশি রসবোধেও কম যেতেন না তিনি।
১৯৭৩ সালে একবার ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন মাঠে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দর্শকরা ভয়ে মাঠ থেকে পালাতে শুরু করলেও ডিকি বার্ড দাঁড়িয়ে ছিলেন নিজের জায়গাতেই। কারণ হিসেবে বলেন, “আমার চারিদিকে ওয়েস্ট ইন্ডিজের ১১ জন খেলোয়াড় রয়েছেন। তাই আমি মনে করি নিরাপদ জায়গাতেই রয়েছি।”
চলে গেলেন সেই রসিক আম্পায়ার। যিনি ক্রিকেটারদের সঙ্গেও মিশতেন একেবারে বন্ধুর মতো। বার্ডের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট।