তুমুল বৃষ্টি কলকাতায়। একের পর এক মৃত্যু। কার্যত মেঘভাঙা বৃষ্টি। উদ্বেগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একের পর এক মৃত্যুর খবর সামনে আসতে শুরু করেছে। খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
সেই হতভাগ্য পরিবারগুলির পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস দিয়েছেন তিনি।
সেই সঙ্গেই স্কুল বন্ধের নির্দেশ। আজ থেকেই সব সরকারি স্কুল ও কলেজে পুজোর ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীও।
এদিকে সিইএসসি-র ভূমিকায় অসন্তোষ মুখ্যমন্ত্রীর।
নিরবিচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিস যাত্রীদেরও যাতায়াতের ক্ষেত্রে সতর্ক করেছেন তিনি।
রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, তুমুল বৃষ্টি ও আরও বৃষ্টির পূর্বাভাসের জেরে ২৪ সেপ্টেম্বর ও ২৫ সেপ্টেম্বর পাহাড় এলাকা বাদে সরকার ও সরকার পোষিত সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।
Leave a comment
Leave a comment
