সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন যে তিনি ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের কাজে দেশীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম জোহো-তে যাচ্ছেন। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “আমি যাচ্ছি জোহো-তে — আমাদের স্বদেশি প্ল্যাটফর্মে। সকলকে আহ্বান করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বদেশি ডাকের সঙ্গে যুক্ত হয়ে দেশীয় পণ্য ও পরিষেবা ব্যবহার করতে।”
প্রধানমন্ত্রী মোদি রবিবার জাতির উদ্দেশে ভাষণে উৎসবের মরশুমে নাগরিকদের মেড-ইন-ইন্ডিয়া পণ্য কেনার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “আপনি যখনই কোনও শিল্পী, শ্রমিক বা স্থানীয় শিল্প দ্বারা তৈরি পণ্য কিনছেন, তখন আপনি তাদের পরিবারকে রোজগার দিচ্ছেন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন।”
মোদি আরও উল্লেখ করেন, এ বছর উৎসবের মরশুমে শুরু হচ্ছে “জিএসটি সাশ্রয় উৎসব”, যা নেক্সট জেনারেশন জিএসটি সংস্কারের ফলে সম্ভব হয়েছে।
জোহো-র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু এক্স-এ কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “ধন্যবাদ স্যার। এটি আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য বড় মনোবল বাড়ানো। আমরা আপনাকে গর্বিত করব, জাতিকে গর্বিত করব। জয় হিন্দ।”
২০১৭ সালে চালু হওয়া জিএসটি মোদির মতে ছিল এক “টার্নিং পয়েন্ট”, যা নাগরিক ও ব্যবসাকে বহুমাত্রিক করের জটিলতা থেকে মুক্তি দিয়েছিল।
বৈষ্ণবের জোহো-তে স্থানান্তরের ঘোষণা কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারত ২০৪৭ ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে সাধারণ নাগরিকদের প্রতিদিনের জীবনে ক্রমশ দেশীয় পণ্য ও পরিষেবা ব্যবহারের বার্তা দিলেন তিনি।