দুর্গাপুজোর পঞ্চমী থেকেই মেট্রো রেলের বিশেষ পরিষেবা শুরু হয়ে যাবে। আর সেটা থাকবে মহানবমী পর্যন্ত। মঙ্গলবারই জলযন্ত্রণায় জেরবার শহরবাসীকে তা জানিয়ে দিলেন কলকাতা মেট্রো রেলের কর্তারা। পুজোর দিনগুলিতে শহরজুড়ে বাড়তি ভিড় সামাল দিতেই এই বিশেষ উদ্যোগ। জানানো হয়েছে, মহাসপ্তমী থেকে মহানবমী পর্যন্ত অর্থাৎ আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর রাতভর মেট্রো রেলের পরিষেবা চালু থাকবে ব্লু লাইন ও গ্রিন লাইনে। শুধু তাই নয়, ইয়েলো লাইন এবং পার্পল লাইনেও মিলবে বাড়তি ট্রেন।
নর্থ-সাউথ মেট্রো তথা ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) (timing)
পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ২৬২টি ট্রেন।
ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ২৪৬টি ট্রেন।
মহাসপ্তমী–মহাঅষ্টমী–মহানবমী (২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর): দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত। প্রতিদিনই চলবে ২৪৬টি ট্রেন।
বিজয়া দশমী (২ অক্টোবর): দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ১৩২টি ট্রেন।
প্রথম সার্ভিস শুরু হবে দুপুর ১টা থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তমকুমার, গীতাঞ্জলি, নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর থেকে। শেষ ট্রেন ছাড়বে ভোর ৩:৪৭ থেকে ৪টের মধ্যে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো তথা গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ)
পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৭:৩০ থেকে রাত ১১:১৬ পর্যন্ত, চলবে ২২৫টি ট্রেন।
ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত, চলবে ১৮৪টি ট্রেন।
মহাসপ্তমী–মহাঅষ্টমী–মহানবমী (২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর): দুপুর ১:৩০ থেকে ভোর ৪:১৮ পর্যন্ত, চলবে ১৯২টি ট্রেন।
বিজয়া দশমী (২ অক্টোবর): দুপুর ১:৩০ থেকে রাত ১০:৩২ পর্যন্ত চলবে ৭৪টি ট্রেন।
ইয়েলো লাইন (নোয়াপাড়া–বিমানবন্দর)
পঞ্চমী ও ষষ্ঠী (২৭–২৮ সেপ্টেম্বর): বিকেল ৩টে থেকে রাত ১০:৩৫ পর্যন্ত ৬০টি ট্রেন।
মহাসপ্তমী–মহাঅষ্টমী–মহানবমী (২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর): বিকেল ৩টে থেকে রাত ১০:৫০ পর্যন্ত ৬২টি ট্রেন।
বিজয়া দশমী (২ অক্টোবর) : বিকেল ৩টে থেকে রাত ৯:২০ পর্যন্ত ৫০টি ট্রেন।
পার্পল লাইন (জোকা–মাঝেরহাট)
পঞ্চমী থেকে বিজয়া দশমী (২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর): প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ১০:৫৫ পর্যন্ত ৩৮টি ট্রেন।
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, অরেঞ্জ লাইনে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
জানানো হয়েছে, ব্লু এবং গ্রিন লাইনে পিক আওয়ারে ৬–৭ মিনিট অন্তর মিলবে পরিষেবা। আর ইয়েলো এবং পার্পল লাইনে পরিষেবা মিলবে ৮ থেকে ১৫ মিনিট অন্তর। তাই ভিড়ে ঠাসাঠাসি না করে পরবর্তী মেট্রো ধরার জন্য যাত্রীদের কাছে আগাম অনুরোধ করা হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিড় এড়াতে যাত্রীরা যেন আগে থেকেই ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ থেকে কিউআর টিকিট কেনেন। মেট্রো রেলের নির্দিষ্ট স্টেশনে হ্যান্ড হেল্ড টার্মিনাল থেকে কাগজের কিউআর টিকিটও পাওয়া যাবে। পুজোর দিনগুলির কথা মাথায় রেখেই ট্যুরিস্ট স্মার্ট কার্ডও মিলবে বুকিং কাউন্টারে। ওই কার্ডে মিলবে ৩ থেকে ৫ দিনের আনলিমিটেড ভ্রমণের সুবিধা।