এক বছর আগে আওয়ামী লীগ সরকারকে হটাতে বাংলাদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য চোখে পড়েছিল, এক বছর কাটতে না কাটতেই তা ছন্নছাড়া অবস্থা। স্থানীয় নির্বাচন, জাতীয় ভোট, জুলাই সনদ, পি আর পদ্ধতি ইতাদি নিয়ে এই মুহূর্তে দলগুলোর মধ্যে যে নির্লজ্জ আর স্বার্থের দড়ি টানাটানি চলছে তাতে অনেকেই মনে করছেন এর চেয়ে বোধহয় শেখ হাসিনার আওয়ামী লীগই ভাল ছিল।
এমন এক পরিস্থিতিতেই বাংলাদেশে ভোট হতে পারা নিয়েই হুঁশিয়ারি এল সারজিস আলমের। রাজনৈতিক পরিচয়ে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)। নিজেদের পছন্দের প্রতীক না পেয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম লিখেছেন, ‘নির্বাচন কীভাবে হয় দেখে নেবেন’।
প্রথম আলোর খবর অনুযায়ী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। প্রতীকের জন্য ১১৫টার যে শিডিউল করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই বলেই এর কারণ হিসেবে ইসি সচিব উল্লেখ করেন। কমিশনের নিয়ম হল প্রতীক যেটা আছে, তার ভেতর থেকে একটা প্রতীক বেছে নিতে হবে।
এনসিপি নেতা সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনও প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?”
তাঁর দাবি, “যেহেতু কোনও আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনও অপশন নেই।“ এর পরেই তিনি লিখেছেন, “নাহলে কোনও নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব।”