ছত্তিসগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সোমবার নিহত হয়েছেন দুই শীর্ষ মাওবাদী নেতা, যাদের মাথার দাম ছিল প্রত্যেকের উপর ৪০ লক্ষ টাকা। পুলিশের মতে, নিহতদের পরিচয় পাওয়া গেছে, রাজু দাদা ওরফে কাট্টা রামচন্দ্র রেড্ডি (৬৩) এবং কোশা দাদা ওরফে কাদারি সত্যানারায়ণ রেড্ডি (৬৭)। দুজনেই নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
এই অভিযানকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনীর “বড় জয়” বলে আখ্যা দেন। একইসঙ্গে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই একে মাওবাদ বিরোধী লড়াইয়ে “সিদ্ধান্তমূলক অর্জন” বলে জানিয়েছেন।
সোমবার সকালে মহারাষ্ট্র সীমান্তঘেঁষা অবুঝমাঢ় জঙ্গলে সংঘর্ষ শুরু হয়। গোপন তথ্যের ভিত্তিতে চলা তল্লাশি অভিযানে মাওবাদী শীর্ষ নেতাদের গতিবিধির খবর পাওয়া যায়। দীর্ঘ কয়েক ঘণ্টা গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি এ কে-৪৭ ও ইনস্যাস রাইফেল, একটি ব্যারেল গ্রেনেড লঞ্চার, বিপুল পরিমাণ বিস্ফোরক, মাওবাদী সাহিত্য ও দৈনন্দিন ব্যবহারের সামগ্রী উদ্ধার করেছে বাহিনী।
তেলেঙ্গানার করিমনগর জেলার বাসিন্দা এই দুই নেতা দীর্ঘ তিন দশক ধরে দণ্ডকারণ্যের বস্তার অঞ্চলে সক্রিয় ছিলেন। তাঁরা অসংখ্য নাশকতা ও হামলার নেপথ্যে ছিলেন, যাতে বহু নিরাপত্তারক্ষী ও সাধারণ নাগরিক প্রাণ হারান।
অমিত শাহ সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজ নিরাপত্তা বাহিনী অবুঝমাঢ় অঞ্চলে বড় জয় অর্জন করেছে। সেন্ট্রাল কমিটি সদস্য দুই শীর্ষ মাওবাদী নেতাকে খতম করা হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যেই দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করা হবে।”
মুখ্যমন্ত্রী সাই বলেন, “এ সাফল্য শুধু মাওবাদী নির্মূলে বড় পদক্ষেপ নয়, বরং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রক্রিয়ায় ছত্তিসগড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
এ বছর ছত্তিসগড়ে এখনও পর্যন্ত মোট ২৪৯ জন মাওবাদী নিহত হয়েছেন বিভিন্ন অভিযানে। এর মধ্যে বস্তার অঞ্চলে নিহত হয়েছেন ২২০ জন, গারিয়াবন্দ জেলায় ২৭ জন এবং দুর্গ জেলায় নিহত হয়েছেন আরও দুইজন।
সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ছিল মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর (৭০) মৃত্যু। এছাড়াও পাঁচজন কেন্দ্রীয় কমিটি সদস্যকে এ বছর খতম করা হয়েছে। বর্তমানে ছত্তিসগড়ে পুলিশের হিসাব অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের হাতে মাত্র নয়জন কেন্দ্রীয় কমিটির সদস্য অবশিষ্ট রয়েছেন, যার মধ্যে রয়েছেন কুখ্যাত কমান্ডার হিডমা।