পুজোর কলকাতায় মহানগরীতে দু’দিনের সফরে আসছেন অমিত শাহ। বৃহত্তর মহানগরীতে দুর্গাপুজোর উদ্বোধন ঘিরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রস্তাবিত সফর। বিজেপি সূত্রে খবর, ৩ টি দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অমিত শাহ। আসবেন বৃহস্পতিবার রাতে। শুক্রবার ৩ পুজোর উদ্বোধন সেরে রাতেই ফিরে যাবেন নয়াদিল্লি।
মুরলিধর সেন লেনের রাজ্য বিজেপি দফতর আগে জানিয়েছিল শুক্রবার, দেবীপক্ষের চতুর্থীতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু শাহের সেই সফরসূচি কিছুটা পরিবর্তিত হয়ে এগিয়ে এসেছে। জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামবেন। বৃহস্পতিবার রাতের বাকি সময় কাটাবেন নিউটাউনের এক হোটেলে। শুক্রবার ৩ টি পুজোর উদ্বোধন করে ফিরে যাবেন।
শাহের পরিবর্তিত সূচিতে জানানো হয়েছে, শুক্রবার সকালে লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের মণ্ডপে যাবেন অমিত শাহ। সেখানেই তাঁর এবারের সফরে প্রথম দুর্গাপুজোর উদ্বোধন পর্ব। সেবক সঙ্ঘের পুজো এবার ৫ বছরে পড়েছে। কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে এরা নতুন সদস্য হলেও, এ বছর কিন্তু নজর কাড়তে মরিয়া। পুরনো জমিদারবাড়ির আদলে মণ্ডপসজ্জা। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, ১০০ বছর আগে যেভাবে জমিদারবাড়িতে দুর্গাপুজো হত, সেই ছবিই তুলে ধরা হচ্ছে তাদের মণ্ডপসজ্জায়। এখানে প্রতিমার মূর্তিতেও সাবেকিয়ানার ছোঁয়া।
সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনের পর অমিত শাহ যাবেন মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। যেটি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবেই খ্যাত। তেইশেও এই পুজোর উদ্বোধনে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের পুজোর থিমে রয়েছে অপারেশন সিন্দুর। অমিত শাহের উদ্বোধনের আগেই অবশ্য দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। শুক্রবার সেখানে প্রদীপ জ্বালিয়ে তিনি ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ করবেন।
মধ্য কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধন পর্ব মিটিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সোজা চলে যাবেন সল্টলেকের ইজেডসিসি (EZCC) সেন্টারে। সেখানে West Bengal Cultural Forum-এর দুর্গাপুজো উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল কালচারাল ফোরাম রাজ্য বিজেপির সাংস্কৃতিক শাখা। দুহাজার তেইশেও এখানকার পুজোটির উদ্বোধন করতে কলকাতায় এসেছিলেন শাহ।
রাজ্য বিজেপি সূত্রে আগে অবশ্য বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের কোনও একটি সর্বজনীন পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু শাহের পরিবর্তিত সফরসূচিতে সেটির কোনও উল্লেখ নেই। পদ্ম শিবিরের প্রদেশ নেতৃত্বের কেউই এই নিয়ে এখনও পর্যন্ত কিছু মন্তব্য করেননি।