গত ২২ এপ্রিলের পহেলগাম হামলায় জঙ্গিদের লজিস্টিক সহায়তা দেওয়া এক ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। জানা গেছে, ধৃতের নাম মহম্মদ কাটারি। জঙ্গিদের বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন মহাদেবের পর থেকে এই গ্রেফতারিকে নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
২২ এপ্রিল পহেলগাম জঙ্গি হানার দায় স্বীকার করে লস্কর-ই-তইবার একটি শাখা সংগঠন। এরপরে শ্রীনগরের কাছে দাচিগামে লুকিয়ে থাকা জঙ্গিদের বিষয়ে গোয়েন্দা তথ্য মিলতেই নিরাপত্তা বাহিনী অপারেশন মহাদেব শুরু করে। কয়েক সপ্তাহ ধরে তাদের ওপর নজরদারি চলার পর ২৮ জুলাই আক্রমণ শুরু হয়। এই সময় সেনারা চিনে তৈরি এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস থেকে সঙ্কেত চিহ্নিত করে জঙ্গিদের অবস্থান শনাক্ত করে।
এরপর রাষ্ট্রীয় রাইফেলস ও বিশেষ বাহিনীর কমান্ডোরা অভিযানে তিনজন জঙ্গিকে খতম করে। নিহতদের মধ্যে ছিল সুলেমান শাহ ওরফে হাশিম মুসা, যে হামলার মূলচক্রী বলে দাবি। এরপর বুধবার নিরাপত্তা বাহিনীর হাতে মহম্মদ কাটারি জীবিত অবস্থায় ধরা পড়ায় ওই হামলা সম্পর্কে অনেক তথ্য গোয়েন্দা বাহিনীর হাতে আসবে বলে মনে করা হচ্ছে।