কেন্দ্রীয় সরকার তিন সেনাবাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানের মেয়াদ আরও আট মাস বাড়িয়ে আগামী ৩০ মে, ২০২৬ পর্যন্ত করেছে। তবে প্রয়োজনে এরও বেশি সময় দায়িত্বে থাকতে পারেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি এদিন আনুষ্ঠানিকভাবে তাঁর মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়। জেনারেল চৌহান একইসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সামরিক বিষয়ক দফতরের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।
জেনারেল অনিল চৌহানকে ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর সিডিএস পদে নিয়োগ করা হয়। ১৯৮১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ-এর দায়িত্ব সামলেছেন।
তাঁর অসাধারণ অবদানের জন্য তিনি পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক ও বিশিষ্ট সেবা পদক-এ ভূষিত হয়েছেন।
জেনারেল চৌহান পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’-এর সফল নেতৃত্ব দিয়েছিলেন। জম্মু-কাশ্মীরের পহেলগাম জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রতিশোধমূলক এই অভিযান চালানো হয়। সম্প্রতি তিনি জানান, ইচ্ছাকৃতভাবে রাত ১টায় অপারেশন চালানো হয়েছিল, যাতে ভারতীয় সেনার রাতের অন্ধকারে সঠিক চিত্রগ্রহণ ক্ষমতা প্রদর্শিত হয় এবং সাধারণ নাগরিকদের প্রাণহানি এড়ানো যায়।
১৯৬১ সালে জন্মানো অনিল চৌহান খড়গবাসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তনী। তিনি ১৯৮১ সালে ভারতীয় সেনার ১১ গোরখা রাইফেলসে নিযুক্ত হন। মেজর জেনারেল থাকাকালীন তিনি নর্দার্ন কমান্ডের অন্তর্গত বারামুলা সেক্টরে একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। পরে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে উত্তর-পূর্বে একটি কর্পস-এর কমান্ড সামলান।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তিনি পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হন এবং ২০২১ সালের মে মাসে অবসর নেওয়ার আগে পর্যন্ত দায়িত্বে ছিলেন।