বঙ্গোপসাগর লাগোয়া মায়ানমার উপকূলে নতুন ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার গভীর নিম্নচাপ। শনিবার ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে।
৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে হাজির হবে। আসবে সুদূর দক্ষিণ চিন সাগর থেকে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে পুজোর শেষবেলাতেও বৃষ্টির বড় সম্ভাবনা। মাটি হতে পারে নবমী-নিশি!
আপাতত পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ষষ্ঠীতে কলকাতা-সহ গোটা বাংলাতেই বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির হলুদ সতর্কতা।
সে কারণে এবার পুজোয় দুটো জিনিস মাথায় রাখতেই হবে। প্রথমত পুজোর দিনে ছাতা, রেনকোট ব্যবহার করতে যাদের ভালো লাগবে না তাদের জন্য বৃষ্টি মাথায় করে ঠাকুর দেখা। নয়তো টিভিতে, মোবাইলেই দেখতে হবে ঠাকুর। নতুন জামার সঙ্গে কোন ছাতাটা মানাবে সেটাও আগাম দেখে নেওয়াই ভালো।