প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন থেকে বিরত রাখতে ১১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক খলিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পন্নু এবং তার সংগঠন শিখ’স ফর জাস্টিস-এর বিরুদ্ধে ভারতে মামলা দায়ের হয়েছে।
জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, পাকিস্তানের লাহোর প্রেস ক্লাবে গত ১০ আগস্ট এক অনুষ্ঠানে ভিডিয়ো বার্তার মাধ্যমে পন্নু ভারতের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানান। ওই অনুষ্ঠানে তিনি খলিস্তানের নিজস্ব মানচিত্র প্রকাশ করেন, যেখানে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা ও হিমাচল প্রদেশকে অন্তর্ভুক্ত করার দাবি করেন।
দাখিল করা মামলায় বলা হয়েছে, “পন্নু ভারতের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নষ্ট করার পাশাপাশি শিখদের মধ্যে অসন্তোষ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন।” সংগঠনটি আরও দাবি করেছে যে, তারা ভারতের বিরুদ্ধে লড়াই করতে একটি ‘শহিদ গ্রুপ’ গঠন করেছে।
এই বক্তব্যকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মামলাটি এনআইএ-কে হস্তান্তর করেছে।
এনআইএ মামলা দায়ের করেছে ভারতীয় ন্যায় সংহিতার অপরাধমূলক ষড়যন্ত্র ধারা এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর প্রাসঙ্গিক ধারায়।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, পন্নুর ওই বক্তব্য মূলত পাঞ্জাবের ওপর ভারতের সার্বভৌমত্বকে প্রত্যাখ্যান করা এবং ‘খলিস্তান’-এর প্রচার করা। নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, অপরাধের গুরুত্ব, এর জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব এবং বৃহত্তর ষড়যন্ত্র প্রকাশ্যে আনার প্রয়োজনীয়তা বিবেচনা করে মামলাটি এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে।
