রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে উস্কানিমূলক অঙ্গভঙ্গি করেছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ এবং সাহিবজাদা ফারহান। এবার তাঁদের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার বিসিসিআইয়ের তরফে এই অভিযোগ দায়ের করে একটি ইমেইল পাঠানো হয়েছে আইসিসির কাছে।
অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের দাবি ছিল, তারা ভারতের ৬টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। রবিবার বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় দু’হাতের ছয় আঙুল দেখিয়ে রউফও সেই ইঙ্গিতই করেন মাঠে উপস্থিত ভারতীয় সমর্থকদের উদ্দেশে। অন্যদিকে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাটকে কার্যত বন্দুকের মতো উঁচিয়ে বিতর্কিত উদযাপন করেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। তাঁর এই উস্কানিমূলক উদযাপনকে বলা হচ্ছে, AK 47 সেলিব্রেশন।
এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতেই আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছে বিসিসিআই। ফলে শুনানির জন্য এবার দুই পাক ক্রিকেটার হাজির হতে পারেন আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের সামনে। জানা যাচ্ছে, এই শুনানিতে যদি নিজেদের বিতর্কিত আচরণের কোনও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে না পারেন, সে ক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হতে পারে ফারহান-রউফকে। এদিকে ভারতের পাশাপাশি পাল্টা অভিযোগ করেছে পাকিস্তানও।
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর পহেলগামে নিহতদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাশাপাশি ভারতীয় সেনাকে জয় উৎসর্গ করেন তিনি। ভারত অধিনায়কের এই মন্তব্যকে “রাজনৈতিক” আখ্যা দিয়ে আইসিসিতে অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও সেই অভিযোগ ধোপে টিকবে কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ, নিয়মানুযায়ী কেউ কোনও বিতর্কিত মন্তব্য করলে তার ৭ দিনের মধ্যে অভিযোগ জানাতে হয়। পিসিবি সেই সময়সীমার মধ্যে অভিযোগ জানিয়েছে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
IND Vs PAK, Asia Cup 2025, Haris Rauf, Sahibzada Farhan, Aeroplane Celebration, BCCI, PCB, ICC