নিজে অস্বীকার করলেও বিখ্যাত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সূত্রে গোটা ভারত চেনে ছকভাঙা বিজ্ঞানী হিসেবে। এবার সেই লাদাখের পরিবেশ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে বিদেশি অর্থ পাওয়া ও পাকিস্তান সফর নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। আর এই খবর এল লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি ঘিরে বুধবারের হিংসার ঘটনায় সোনম ওয়াংচুকের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠার পরে।
বুধবার নিরাপত্তা বাহিনী ও লাদাখ আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজনের মৃত্যু হয় এবং অন্তত ৮০ জন আহত হন, যার মধ্যে ৪০ জন পুলিশ কর্মী। এরপরই এলাকায় জারি করা হয় কারফিউ। লাদাখকে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের সুবিধা দেওয়ার দাবিতে সরব সোনম ওয়াংচুক অনশনে বসেন। নিজে অনশন প্রত্যাহার করে নিলেও লেহ এপেক্স বডির যুব শাখা প্রতিবাদের ডাক দেয় যা থেকে হিংসা ছড়িয়ে পড়ে।
সরকারি সূত্রে দাবি, লাদাখের পরিস্থিতি স্বতঃস্ফূর্তভাবে হাতের বাইরে যায়নি; এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আঙুল উঠেছে সোনম ওয়াংচুকের দিকে। স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতিতে জানায়, “বহু নেতা অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা চালিয়ে গেছেন এবং আরব স্প্রিং ধাঁচের আন্দোলন ও নেপালে ‘জেন জেড’দের প্রতিবাদের উল্লেখ করে জনগণকে উসকে দিয়েছেন।”
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সোনম ওয়াংচুক প্রতিষ্ঠিত হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখের (HIAL) বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA) লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে সংস্থাটি সোনম ওয়াংচুকের চলতি বছরের ৬ ফেব্রুয়ারির পাকিস্তান সফরও খতিয়ে দেখছে। সিবিআই সূত্রে খবর, প্রায় দুই মাস আগে সিবিআই তার সংস্থার অর্থের উৎস নিয়ে তদন্ত শুরু করে।