বৃহত্তর কলকাতায় বিদ্যুৎস্পৃষ্টে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা CESC। সোমবার রাতভর ভারী বৃষ্টির জেরে রীতিমতো বিপর্যন্ত হয়েছিল গোটা মহানগরী। জমা জলে নেমে তড়িদাহত হয়ে মারা যান অন্তত বারো জন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের দাবি তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সেই দাবিকে মান্যতা দিয়ে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা CESC জানাল, মৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা।
সিইএসসি-র ম্যানেজিং ডিরেক্টর বিনীত সিক্কা বলেছেন, ”অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগে শহরে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মুখ্যমন্ত্রীর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে, মানবিক বিবেচনায়, আমরা প্রতিটি শোকাহত পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”।
প্রসঙ্গত, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহানগরীতে এত জনের মৃত্যুর জন্য মঙ্গলবারই সিইএসসি-কে দায়ী করে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই মৃত্যুর দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক।” বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাকে তোপ দেগে বলেছিলেন, “এখানে ব্যবসা করছে। আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে।”
সিইএসসি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে কথাও বলেছেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের রাজ্যের তরফ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।”