গোটা শহর সেজে উঠেছে পুজোর সাজে। তার মধ্যেই শহরে ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি গেস্ট হাউসের একেবারে উপর তলায় শীর্ষতলে এই আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন দমকল কর্মীরা। কীভাবে এই আগুন তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। দ্রুত ওই গেস্ট হাউস থেকে সমস্ত আবাসিক এবং কর্মীদের বের করে আনা হয়। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা প্রিন্স আনোয়ার শাহ। ঘটনার পরেই পুলিশের তরফে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।