পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ঘোষণা করেছে যে চলতি অর্থবছরে (২০২৫-২৬) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় অতিরিক্ত ২৫ লাখ এলপিজি সংযোগ দেওয়া হবে। এই সংযোগের ফলে উজ্জ্বলা প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ১০.৫৮ কোটিতে।
সরকার এই সংযোগগুলির জন্য মোট ৬৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে রয়েছে –
•৫১২.৫ কোটি টাকা ২৫ লাখ বিনামূল্যের সংযোগের জন্য (প্রতি সংযোগে ব্যয় ২,০৫০ টাকা),
•১৬০ কোটি টাকা প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে ৩০০ টাকা হারে ভর্তুকির জন্য (বছরে সর্বোচ্চ ৯ বার রিফিল, ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য),
•বাকি অর্থ প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশাসনিক খরচে ব্যয় হবে।
উজ্জ্বলা যোজনার আওতায় উপভোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে পান—
•সিলিন্ডার ও রেগুলেটরের নিরাপত্তা ওয়ারেন্টি
•সুরক্ষা হোস, ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড (DGCC) বুকলেট,
•ইনস্টলেশন চার্জ,
•প্রথম রিফিল ও ওভেন।
অর্থাৎ উপভোক্তাদের প্রাথমিকভাবে কোনও টাকা দিতে হয় না। সুবিধাভোগীরা ১৪.২ কেজির একটি সিলিন্ডার, ৫ কেজির একটি অথবা দুইটি সিলিন্ডার সংযোগের মধ্যে বেছে নিতে পারেন।
যোগ্য প্রাপ্তবয়স্ক মহিলা, যাদের পরিবারের নামে আগে কোনও এলপিজি সংযোগ নেই, তাঁরা সহজীকৃত কেওয়াইসি ফর্ম জমা দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে অথবা যে কোনও এলপিজি পরিবেশকের কাছে।
প্রকল্পের অগ্রগতি :
•২০১৬ সালে উজ্জ্বলা যোজনা শুরু হয়েছিল ৮ কোটি বিনামূল্যের সংযোগের লক্ষ্য নিয়ে, যা ২০১৯-এ পূর্ণ হয়।
•উজ্জ্বলা ২.০ চালু হয় আগস্ট ২০২১-এ, আরও ১ কোটি সংযোগের লক্ষ্যে, যা জানুয়ারি ২০২২-এ পূর্ণ হয়।
•পরে সরকার আরও ৬০ লাখ ও ৭৫ লাখ অতিরিক্ত সংযোগ অনুমোদন দেয়, যথাক্রমে ডিসেম্বর ২০২২ ও জুলাই ২০২৪-এ।
•জুলাই ২০২৫ পর্যন্ত দেশে মোট ১০.৩৩ কোটিরও বেশি সংযোগ বিতরণ করা হয়েছে।
নতুন ঘোষণার ফলে সংযোগের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০.৫৮ কোটিতে।