বৃহস্পতিবার ঘোষিত হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ২ টেস্টের সিরিজের জন্য ১৫ জনের ভারতীয় দল। প্রত্যাশামতোই এই দল থেকে বাদ পড়েছেন করুণ নায়ার। অধিনায়ক শুভমান গিলই। তবে চমকপ্রদ হল সহ অধিনায়কের নাম। ইংল্যান্ডের মাটিতে চতুর্থ টেস্টে পা ভেঙেছিল ঋষভ পন্থের। ফলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর পরিবর্তে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে।
এদিকে খারাপ পারফরম্যান্সের কারণে শুধু যে করুণকে বাদ দেওয়া হয়েছে, তাই নয়, গত ইংল্যান্ড সফরের দল থেকে সব মিলিয়ে বাদ দেওয়া হয়েছে মোট ৭ জনকে। এর মধ্যে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও। গোটা বিলেত সফর রিজার্ভ বেঞ্চে বসে কাটানোর পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই যাঁর টেস্ট অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু এবারে ১৫ জনের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হল বাংলার প্রাক্তন অধিনায়ককে।
এ ছাড়াও আসন্ন সিরিজে খেলছেন না শার্দূল ঠাকুর, অর্শদীপ সিং, অংশুল কম্বোজ এবং বিলেতের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলার আরেক ক্রিকেটার আকাশদীপ। বদলে বলা যেতে পারে, রস্টন চেজের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনেকটাই আনকোরা একটি দল বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ কিংবা প্রসিদ্ধ কৃষ্ণরা অবশ্যই রয়েছেন দলে। তবে এরই পাশাপাশি সুযোগ পেয়েছেন দেবদত্ত পাড়িক্কাল কিংবা নারায়ণ জগদীশনের মতো তরুণও।
দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে এসেছেন অক্ষর প্যাটেলও। ঘরের মাঠে স্পিন সহায়ক পরিবেশে তিনি কার্যকরী ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ইংল্যান্ড সফরে তেমন কিছু একটা করতে না পারলেও দলে রয়ে গিয়েছেন সাই সুদর্শনও। যদিও ক্রিকেটপ্রেমীদের নজর মূলত থাকবে বুমরাহর দিকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ইংল্যান্ডের মাটিতে ৫ টেস্টের সিরিজে মাত্র তিনটিতেই খেলেছিলেন বিশ্বের এক নম্বর বোলার। আসন্ন সিরিজেও সম্ভবত একটিই ম্যাচ খেলবেন তিনি। বুমরাহর ওয়ার্কলোড নিয়ে চিন্তিত সমর্থককুলও।
১৫ জনের ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), নারায়ণ জগদীশন (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, নীতিশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং সাই সুদর্শন।