দক্ষিণ ২৪ পরগনার সাগরে চকফুলডুবি বাজার সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মণ্ডপের থিম ছিল ‘অপারেশন সিঁদুর’, যার প্রস্তুতি চলছিল জোর কদমে। অভিযোগ উঠেছে, প্রশাসনের আপত্তিতেই শেষ পর্যন্ত এই থিম বাতিল করতে হল পুজো কমিটিকে। ফলস্বরূপ, মণ্ডপ তৈরির কাজ বন্ধ করে পুরনো কাঠামো খুলে ফেলা হয়েছে এবং নতুন করে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে।
৭২ বছরের প্রাচীন এই পুজোয় থিম বাতিলের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির উপদেষ্টামণ্ডলী। পুজো কমিটি এই ঘটনার প্রতিবাদে সরকারি অনুদানের টাকা ফিরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা অবশ্য ‘চাপের’ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “চাপের বিষয়ে আমাদের কিছু জানা নেই। ওই পুজো বিজেপির লোকজন করছিল।
স্থানীয়দের একাংশের দাবি, নির্দিষ্ট :রাজনৈতিক’ থিম তুলে ধরার জন্যই প্রশাসন মণ্ডপ তৈরিতে বাধা দিয়েছে। যদিও প্রশাসন বা শাসকদলের পক্ষ থেকে সরাসরি থিম বাতিলের কারণ হিসেবে রাজনৈতিক বিষয়কে স্বীকার করা হয়নি। কমিটি জানিয়েছে, প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়েই তারা থিমটি বাতিল করতে বাধ্য হয়েছেন।
পুজোর মুখে এই আকস্মিক থিম বাতিলের ঘটনা সাগরের সাংস্কৃতিক অঙ্গনে এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।