রাজ কুন্দ্রা ও অভিনেত্রী শিল্পা শেট্টিকে ঘিরে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় বড়সড় তথ্য সামনে নিয়ে এল মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং। সূত্রের খবর, এই ৬০ কোটির মধ্যে প্রায় ১৫ কোটি টাকা সরাসরি শিল্পা শেট্টির মালিকানাধীন এক কোম্পানির অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন রাজ কুন্দ্রা।
এই মামলাটি শুরু হয় বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড নামে এক টেলিশপিং কোম্পানিকে কেন্দ্র করে। সংস্থাটি চালু করেছিলেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা ও অক্ষয় কুমার। ভারতের প্রথম সেলিব্রিটি-ভিত্তিক শপিং চ্যানেল হিসেবে এই চালু করা হয়। বর্তমানে কোম্পানিটি বন্ধ হয়ে গিয়েছে।
ইডব্লিউ সূত্র বলছে, ১৫ কোটি টাকার লেনদেনকে ঘিরে প্রশ্ন উঠছে, কারণ এত বড় অঙ্কের টাকা সাধারণ বিজ্ঞাপন পরিষেবার জন্য অস্বাভাবিক। তাই আবারও খুব শিগগিরই শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। এত টাকা কেন তাঁর কোম্পানিতে গেল, সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সূত্রের খবর, রাজ কুন্দ্রাকেও আবার সপ্তাহের শেষে ডেকে পাঠানো হতে পারে। তদন্তে আরও বেরিয়ে এসেছে, মামলার অভিযোগকারী লোটাস ক্যাপিটাল ফাইন্যান্স সার্ভিসেসের ডিরেক্টর দীপক কোঠারিকে ইচ্ছে করেই ২৬ শতাংশ শেয়ার দেওয়া হয়নি। কারণ, তা দিলে ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনালে রিপোর্ট করা বাধ্যতামূলক হত। আরও জানা গেছে, এই ৬০ কোটির একটি অংশ নাকি কিছু সিস্টার কোম্পানির অ্যাকাউন্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মামলার সঙ্গে যুক্ত রেজোলিউশন প্রফেশনালরা এখনও প্রয়োজনীয় নথি জমা দেননি।
গত ১৫ সেপ্টেম্বর রাজ কুন্দ্রার বয়ান রেকর্ড করে ইডব্লিউ। এক আধিকারিক জানিয়েছেন, মিডিয়ার নজর এড়াতে তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে গোপন জায়গায় জেরা করা হয়। ওই আধিকারিক বলেন, “আজ আমরা কুন্দ্রার বয়ান রেকর্ড করেছি। তবে তাঁকে আগামী সপ্তাহে আবার তলব করা হবে, কারণ এখনও বহু সাক্ষীর বয়ান বাকি আছে।”
সব মিলিয়ে, শিল্পা শেট্টির কোম্পানিতে কুন্দ্রার টাকা ট্রান্সফার, অভিযোগকারীর শেয়ার থেকে বঞ্চিত হওয়া, এবং কোটি কোটি টাকার অস্বচ্ছ লেনদেন, সবই মুম্বই পুলিশের নজরে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার আশঙ্কা প্রবল।