অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) বৃহস্পতিবার গ্রেফতার করল সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে। তিনি গর্গের দীর্ঘদিনের সহশিল্পী এবং সিঙ্গাপুরে প্রমোদতরী ট্রিপে জুবিনের সঙ্গে ছিলেন।
সিট সূত্রে খবর, গোস্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, তা এখনও স্পষ্ট নয়।
উদ্যোক্তা শ্যামকানু মহন্ত, যিনি সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবের আয়োজন করেছিলেন যেখানে গর্গের অনুষ্ঠান করার কথা ছিল, তাকেও শিগগিরই গ্রেফতার করা হতে পারে। জানা গেছে, মহন্ত বর্তমানে গুয়াহাটি বিমানবন্দরে আছেন এবং তিনি সিআইডি-র সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। সিঙ্গাপুরের ‘অসম অ্যাসোসিয়েশনের’ কয়েকজন সদস্যও তদন্তের আওতায় এসেছেন।
এরই মধ্যে অসম তাদের প্রিয় সঙ্গীত আইকনকে বিদায় জানিয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। কামারকুচিতে শেষকৃত্যের সময় হাজারো মানুষ শোকযাত্রায় অংশ নেন। শেষকৃত্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, সরবানন্দ সোনোওয়াল, প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। ৫২ বছর বয়সি জুবিন গর্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় মারা যান।