শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট শুক্রবার এই জামিন মঞ্জুর করেছে। পুজোর মুখে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা হাইকোর্ট সিঙ্গল বেঞ্চের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছেন। আদালত নির্দেশ দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতের এলাকা তিনি ছাড়তে পারবেন না। সেইসঙ্গে ট্রায়াল চলাকালীন তাকে কোনও পাবলিক অফিসে নিয়োগ করা যাবে না।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইনাল চার্জশিট জমা দিয়েছিল সিবিআই সপ্তাহ দুয়েক আগে। আর এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
Leave a comment
Leave a comment