অবশেষে শাস্তির কোপে পড়তে হল ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। করমর্দন বিতর্কের জেরে সূর্যকে জরিমানা করেছে আইসিসি। তবে একা ভারত অধিনায়কই নন, শাস্তির কবলে পড়েছেন পাক পেসার হারিস রউফও। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে বিতর্কিত অঙ্গভঙ্গির কারণে জরিমানা করা হয়েছে তাঁকেও।
ইতিহাসে এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। রবিবার দুবাইয়ের মাঠে হাইভোল্টেজ ফাইনালে শিরোপা দখলের লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু তার আগে দুই দলের দুই তারকা ক্রিকেটারের ঘাড়ে নেমে এল আইসিসির শাস্তির খাঁড়া। পাকিস্তানের বিরুদ্ধে প্রাথমিক পর্বের ম্যাচে করমর্দন বিতর্কের পাশাপাশি সেই জয় পহেলগামের নিহতদের এবং ভারতীয় সেনার উদ্দেশে উৎসর্গ করেছিলেন সূর্যকুমার।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আইসিসিতে অভিযোগ জানালে ভারত অধিনায়ককে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সভাপতিত্বে একটি আনুষ্ঠানিক শুনানির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই শুনানিতে দোষী সাব্যস্ত করে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে হারিস রউফকে। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক অঙ্গভঙ্গির অভিযোগ তুলেছিল ভারত।
অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের দাবি ছিল, তারা ভারতীয় সেনার ৬টি যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দিয়েছে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ভারতীয় দর্শকদের উদ্দেশে হাত দিয়ে ‘৬’ সংখ্যাটি দেখিয়ে সেই ইঙ্গিতই আরও একবার করতে দেখা যায় রউফকে। অন্যদিকে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো উঁচিয়ে একটি বিতর্কিত উদযাপন করেছিলেন পাক ওপেনার সাহিবজাদা ফারহানও। সে জন্য অবশ্য বড় কোনও শাস্তির মুখে পড়তে হয়নি তাঁকে।
পাকিস্তানের ওপেনিং ব্যাটারকে শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে জরিমানার শাস্তি এড়াতে পারলেন না সূর্যকুমার যাদব এবং হারিস রউফ।