মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিদেশি সংস্কৃতির প্রভাবে প্রভাবিত বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন। তাঁর অভিযোগ, বোন প্রিয়াঙ্কাকে প্রকাশ্যে চুম্বন করেছেন রাহুল। শাজাপুরে বিজেপির আদর্শদর্শী দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারতের নিজস্ব সংস্কৃতি আছে, আর দেশ সেই সংস্কৃতির মাধ্যমেই এগোবে।” বিজয়বর্গীয় দাবি করেন, প্রকাশ্যে বোনকে চুম্বন করা রাহুল গান্ধীর বিদেশি সংস্কৃতির প্রভাবের ফল।
তাঁর বক্তব্য, “আমাদের সংস্কৃতিতে ভাই-বোনের সম্পর্ক ভিন্ন মর্যাদার। এখানে এমনকী বোনের বাড়িতে জলও খাওয়া হয় না।” তিনি ভারতীয় রাজনীতিতে দুটি ভিন্ন মতাদর্শের কথা বলেন—একদিকে সংস্কৃতি রক্ষাকারী, অন্যদিকে তার বিরোধিতা করা শক্তি।
পাল্টা মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি মন্তব্য করেন, “ভারতীয় সংস্কৃতিতে ভাই-বোনের সম্পর্ক পবিত্র। বিজয়বর্গীয়র ভাষা ও মানসিকতা সবাই চেনে।” তিনি আরও বলেন, বিজেপি নেতারা প্রায়ই নারীদের পোশাক বা শিক্ষাকে অপমান করেন। “এমন মন্তব্যের জবাব দিতে লজ্জা লাগে,” পাটওয়ারি যোগ করেন।
এই বিতর্ক বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংস্কৃতির ধারণা ও মূল্যবোধ নিয়ে গভীর মতাদর্শগত বিভেদের প্রতিফলন ঘটাচ্ছে। যেখানে বিজেপি ভারতীয় ঐতিহ্যকে দেশের অগ্রগতির মূল বলে দাবি করছে, সেখানে কংগ্রেস আধুনিক পারিবারিক সম্পর্কের প্রকাশকে ‘সংস্কৃতি নষ্ট হওয়া’র অভিযোগ থেকে রক্ষা করছে।