সুদূর কানাডা থেকেই উড়ে এল দিল্লিকে খলিস্তান বানানোর হুমকি। ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম মুখ ও খলিস্তানি নেতা ইন্দরজিৎ সিং গোসাল কানাডায় জামিনে মুক্তি পাওয়ার পর এমন হুমকি দিয়েছেন। তাঁর দাবি, ২০২৫ সালের ২৩ নভেম্বর ভারতের মধ্যে খলিস্তান গণভোট আয়োজন করবেন তিনি। অন্যদিকে হুমকি দেওয়া হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও।
এসএফজে বা শিখস ফর জাস্টিস-এর কানাডা অর্গানাইজার গোসালকে গত সপ্তাহেই অন্টারিওর সেন্ট্রাল ইস্ট কারেকশনাল সেন্টার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর কারাগারের বাইরে দাঁড়িয়ে একটি ভিডিয়ো ক্লিপে (যদিও সোশ্যাল মিডিয়া এক্স-এ ছড়িয়ে পড়া এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাজবাত২৪বাংলা) গোসাল বলেন, “ইন্ডিয়া, আমি মুক্ত। গুরুপতওয়ান্ত সিং পান্নুনকে সমর্থন করতে এবং ২৩ নভেম্বর ২০২৫ খলিস্তান গণভোট আয়োজন করতে প্রস্তুত। দিল্লি হবে খলিস্তান।”
একই ভিডিয়ো ক্লিপে শিখস ফর জাস্টিসের প্রধান ও কুখ্যাত খলিস্তানি জঙ্গি গুরুপতওয়ান্ত সিং পান্নুন সরাসরি মোদি সরকার ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিয়ে বলেন, “অজিত দোভাল, কেন তুমি কানাডা, আমেরিকা বা ইউরোপে এসে আমাকে ধরতে বা প্রত্যর্পণ করতে চেষ্টা করছ না? দোভাল, আমি তোমার অপেক্ষায় আছি।”
সম্প্রতি পান্নুন ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন বন্ধ করতে পারলে ১১ কোটি টাকার পুরস্কার দেওয়ার প্ররোচনামূলক বক্তব্যের পর তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
কানাডায় গ্রেফতারের ঠিক এক সপ্তাহের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন খলিস্তানি রেফারেন্ডাম কোঅর্ডিনেটর ইন্দ্রজিৎ সিং গোসাল। শিখস ফর জাস্টিস -এর প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইন্দ্রজিৎকে সম্প্রতি অস্ত্র রাখার অভিযোগে আটক করেছিল কানাডার নিরাপত্তা সংস্থা। গত ১৯ সেপ্টেম্বর কানাডার ওশাওয়া শহরে গাড়ি তল্লাশির সময় পুলিশ অস্ত্র-সংক্রান্ত ৩৬টি অভিযোগে গোসাল সহ আরও দুজনকে গ্রেফতার করেছিল। নিউ ইয়র্কের জগদীপ সিং (৪১) এবং টরন্টোর আরমান সিং (২৩)।