গাজায় গণহত্যা, সাধারণ মানুষের নির্মম পরিস্থিতি দেখে গোটা বিশ্ব যখন এক দিকে তখনও রাষ্ট্রসঙ্ঘে দাড়িয়ে লাগাতার হানা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধন্তে অনড় থাকার কথা জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।তবে তাঁর কথা শুনতে রাজি ছিলেন না অনেকেই।তিনি মঞ্চে উঠতেই বিশ্বের অধিকাংশ দেশের প্রতিনিধিরা সভা কক্ষ থেকে বেরিয়ে যান। মুহূর্তের মধ্যেই প্রায় খালি হয়ে যায় হল। এই নাটকীয় ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গাজ়ায় যেভাবে ইজরাইয়েল হামলা চালাচ্ছে তার প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। প্যালেস্তাইনের কোনও অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। আর এর পরেই প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিট্রেন, ফ্রান্স-সহ বিভিন্ন দেশ। গাজায় ইজরায়েলি সেনা অভিযানের জন্য নেতানিয়াহু এবং আইডিএফ-এর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে এখন পর্যন্ত ইজরায়েলি হামলায় ৬০ হাজারেরও বেশি প্যালেস্তেনীয় নিহত হয়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।যদিও হামাসের হামলায় ১,২০০-এর বেশি ইজরায়েলি নিহত হন এবং শতাধিক মানুষকে পণবন্দি করে আনা হয়।
নেতানিয়াহু তাঁর ভাষণে ৭ অক্টোবরের হামাস আক্রমণের কথা স্মরণ করে বলেন, “বিশ্বের অনেকেই এখন আর ৭ অক্টোবরকে মনে রাখে না। কিন্তু আমরা তা ভুলিনি।” নেতানিয়াহু ইউরোপের নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইজরায়েলের গলায় জোর করে কোনও সন্ত্রাসী রাষ্ট্র চাপিয়ে দেওয়ার চেষ্টা আমরা মেনে নেব না।”
Leave a comment
Leave a comment