হাবিবুর রহমান, ঢাকা
পিরোজপুরে দুর্গাপূজার মধ্যেই নৃশংস হামলার শিকার হলেন জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র। অভিযোগ, সদর উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান চানের সহযোগী সন্ত্রাসীরা স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁকে লক্ষ করে এ হামলা চালায়। হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার পর স্থানীয়রা তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তরিত করে। বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দুর্গাপূজার সময় এমন হামলায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় ও ক্ষোভ দানা বেঁধেছে। স্থানীয়রা জানান, হামলাকারীরা প্রকাশ্যে বিপুল মৈত্রকে লক্ষ করে আক্রমণ চালালেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
হিন্দু নেতারা অভিযোগ করেছেন, এটি কেবল ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং পরিকল্পিত হামলা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে তাঁদের দাবি। তাঁরা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে দুর্গোৎসবের আনন্দঘন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এমন হামলা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।