মুম্বই পুলিশ কৌতুক অভিনেতা কপিল শর্মাকে দেওয়া ১ কোটি টাকার চাঁদাবাজির ফোনকলের মামলায় পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানান, ধৃত ব্যক্তির নাম দিলীপ চৌধুরী। তিনি পরিচিত গ্যাংস্টার রোহিত গোদারা ও গোল্ডি ব্রার-এর নাম ব্যবহার করে কপিল শর্মাকে হুমকি দেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফোন কল ও ভিডিয়ো পাঠিয়ে কপিল শর্মাকে ভয় দেখাতেন। ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল প্রায় সাতটি ফোন কল পান অভিযুক্তের কাছ থেকে। আদালত দিলীপ চৌধুরীকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
এখনও তদন্ত চলছে অভিযুক্তের সঙ্গে ওই গ্যাংস্টারদের সরাসরি যোগ আছে কি না, নাকি তাদের নাম ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে, তা জানতে।
অন্যদিকে, কপিল শর্মার জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নিয়ে সতর্কবার্তা দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। কারণ, অনুষ্ঠানে মুম্বইকে পুরনো নাম ‘বম্বে’ বলে উল্লেখ করা হয়েছিল।
এমএনএস নেতা আমেয়া খোপকার, যিনি দলের চলচ্চিত্র শাখার প্রধান, এক্স-এ পোস্ট করে বলেন, “৩০ বছর আগে সরকারিভাবে বম্বের নাম বদলে মুম্বই করা হলেও আজও বলিউডের কপিল শর্মা শোর অতিথি সেলিব্রিটি, দিল্লির সাংসদ, শো-র সঞ্চালক এবং বহু হিন্দি ছবিতে ‘বম্বে’ শব্দ ব্যবহার করা হচ্ছে। ১৯৯৫ সালে মহারাষ্ট্র সরকার এবং ১৯৯৬ সালে কেন্দ্র এটি অনুমোদন করে, চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতার আগেই। তাই বিনীত অনুরোধ ও সতর্কবার্তা, মুম্বই নাম ব্যবহার করুন, বম্বে নয়।”