ট্রাম্পের শুল্কের চাপে পুতিনকে ফোন করে ইউক্রেন পরিকল্পনা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ন্যাটো মহাসচিবের এমন দাবি সরাসরি খারিজ করল ভারত। নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধ নিয়ে তাঁর কৌশল ব্যাখ্যা করতে বলেছেন — মার্ক রুটের সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানাল বিদেশমন্ত্রক।
শুক্রবার এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ন্যাটোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বের উচিত জনসমক্ষে বক্তব্য দেওয়ার সময় আরও দায়িত্বশীল হওয়া। এমন মন্তব্য যা কোনওদিন ঘটেনি তা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ন্যাটো মহাসচিব মার্ক রুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথা হওয়ার যে দাবি করেছেন, তা তথ্যগতভাবে ভুল এবং সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী কখনও এই ধরনের কথোপকথন করেননি।এমন কোনও ফোনালাপও হয়নি।”
নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ফাঁকে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট একদিন আগেই জানান যে ট্রাম্পের ভারতের ওপর চাপানো শুল্ক রাশিয়ার ওপরও বড় প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধে মস্কোর অবস্থান জানতে চেয়েছেন।
রুটের এই মন্তব্য এবং তার পাল্টা ভারতের তীব্র প্রতিক্রিয়া এমন সময়ে এসেছে যখন ভারত-আমেরিকা সম্পর্কে শুল্ক-সংক্রান্ত টানাপোড়েন কাটিয়ে উষ্ণতা ফিরছে। ট্রাম্প চলতি মাসেই মোদীকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন।
তবে বিদেশমন্ত্রক ন্যাটো প্রধানের এমন মন্তব্যকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, “ন্যাটোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বের কাছে আমরা আশা করি, তাঁরা জনসমক্ষে আরও দায়িত্বশীল ও সঠিক তথ্যভিত্তিক মন্তব্য করবেন।”
Leave a comment
Leave a comment