কয়েক মাস পর শনিবার প্রথমবার ধূসর ধোঁয়াশায় ঢেকে গেল দিল্লির আকাশ। ‘দূষণের মরশুম’ শুরু হওয়ার আগেই রাজধানীর বাতাসের মান খারাপ হতে শুরু করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
শনিবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়িয়েছে ১৬৯, যা শুক্রবারের ১২০-র থেকে অনেকটাই বেশি। এটি ১৪ জুনের পর সবচেয়ে খারাপ স্তর। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর হিসাবে একিউআই সূচক –
০-৫০: ভাল
৫১-১০০: সন্তোষজনক
১০১-২০০: মাঝারি
২০১-৩০০: খারাপ
৩০১-৪০০: খুব খারাপ
৪০১-৫০০: গুরুতর
শনিবারের একিউআই সেই অনুযায়ী ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। আবহাওয়া দফতরের মতে, রাজধানীর বাতাসে ধুলো জমার মূল কারণ ছিল একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি, যা বাইরের ধুলোকে টেনে শহরে নিয়ে এসেছে। তবে পার্শ্ববর্তী হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশে চাষজমির আগাছা পোড়ানো শুরু হয়ে গেলে এই দূষণ যাবে চরম মাত্রায়।
শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল সাড়ে ৫টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড হয় ৫৪%।
রবিবারও আংশিক মেঘলা আকাশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির আকাশে ধোঁয়াশা ও বায়ুদূষণ মাত্রার সূচক বাড়া হয়ত ইঙ্গিত দিচ্ছে যে রাজধানী ইতিমধ্যেই প্রবেশ করছে তার বার্ষিক ‘বিষাক্ত বাতাসের মরশুমে’। আগামী দিনে সূচক কোথায় দাঁড়ায়, সেটাই এখন নজরে।
প্রসঙ্গত, গত বছর দীপাবলির দু’দিন বাদে, পশ্চিম দিল্লির রোহিনী অঞ্চলে দূষণ মাত্রার সূচক উঠেছিল ৯৯৯-তে ! বিশেষজ্ঞরা বলেছিলেন তারও বেশি হতে পারত, কিন্তু হয়নি তার কারণ একিউআই যন্ত্রে দূষণ মাত্রা তিন অঙ্কেই মাপা যায়। দিল্লির দূষণের যে অবস্থা হয় প্রতি বছর, তাতে ভবিষ্যতে হয়ত চার অঙ্কে মাপা যায় এমন যন্ত্র বের করতে হবে।