রবিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে। পহেলগামের জঙ্গি হামলার ঘটনা এবং অপারেশন সিন্দুরের পর দুই দেশের রাজনৈতিক সমীকরণ তলানিতে পৌঁছেছিল আগেই। সেই আগুনে আরও ঘি ঢেলেছে চলতি এশিয়া কাপ। প্রতিযোগিতার শুরু থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন দুই দেশের ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে ফাইনালের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে কার্যত বাধ্য হলেন এশিয়া কাপের আয়োজকরা।
দর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে, এদিন ম্যাচের আগে বা পরে কোনও আতসবাজি ফাটানো যাবে না বা কোনও কিছুতে অগ্নিসংযোগও করা যাবে না। এমনকি দাহ্য কোনও পদার্থও সঙ্গে রাখতে নিষেধ করা হয়েছে ক্রিকেটপ্রেমীদের। দুবাই ইভেন্টস সিকিউরিটি কমিটির তরফে এই পদক্ষেপ করা হয়েছে। রবিবারের ম্যাচকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, এমনটাই আশঙ্কা করছে তারা। ফলে বাড়তি সতর্কতার জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যে বা যারা এই নির্দেশিকাগুলি অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। তাই খেলার মাঠে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে দিকটা মাথায় রাখছেন আয়োজক তথা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। তাদের তরফে বার্তা দেওয়া হয়েছে যে, ক্রিকেট অবশ্যই উপভোগ করুন। তবে অগ্রাধিকার দিন নিরাপত্তা এবং শৃঙ্খলাকে।
খেলা দেখতে আসা দর্শকদের যে যে নির্দেশ দেওয়া হয়েছে:
(১) খেলা শুরুর অন্তত ৩ ঘণ্টা আগে মাঠে পৌঁছতে হবে।
(২) প্রতিটি বৈধ টিকিটে মাত্র একবারই প্রবেশ করা যাবে। পুনরায় প্রবেশের অনুমতি নেই।
(৩) সমস্ত নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
(৪) গাড়ি শুধুমাত্র নির্দিষ্ট জায়গাতেই পার্ক করতে হবে। সেইসঙ্গে যেখানে সেখানে গাড়ি থামানো যাবে না।
(৫) নিষিদ্ধ জিনিসপত্রগুলি নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।
দর্শকরা মাঠে কী কী জিনিস আনতে পারবেন না বা কী কী কাজ করতে পারবেন না:
(১) আতসবাজি, লেজার পয়েন্টার এবং যে কোনও ধরনের দাহ্য পদার্থ আনা যাবে না।
(২) যে কোনও ধরনের ধারালো জিনিস, অস্ত্র, বিষাক্ত পদার্থ এবং রিমোট দ্বারা নিয়ন্ত্রিত ডিভাইস সঙ্গে আনা যাবে না।
(৩) বড় ছাতা, ক্যামেরার ট্রাইপড/রিগ, সেলফি স্টিক নিষিদ্ধ। আয়োজকদের অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না।
(৪) প্রতিযোগিতার আয়োজক কর্তৃক অনুমোদিত নয় এমন কোনও ব্যানার, পতাকা বা সাইনবোর্ড নিয়ে মাঠে আসা যাবে না।
(৫) পোষা প্রাণী, সাইকেল, স্কেটবোর্ড, স্কুটার এবং কাচের কোনও জিনিস সঙ্গে রাখা যাবে না।
(৬) হিংসা বা ঘৃণা ছড়ায়, মাঠে এমন কোনও কাজ থেকে বিরত থাকতে হবে। এমন কোনও কার্যকলাপ বা আচরণ করা যাবে না যার ফলে মাঠে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
Asia Cup 2025, Asia Cup Final, IND Vs PAK, Dubai International Cricket Stadium, Dubai Security