রবিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তার আগেই ঘটে গেল ভারতীয় ক্রিকেটের অন্যতম তাৎপর্যবাহী ঘটনা। এ দিনই বার্ষিক সাধারণ সভায় বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মিঠুন মানহাস। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ভারতীয় ক্রিকেটের মসনদে বসলেন দিল্লির প্রাক্তন অধিনায়ক।
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং হরভজন সিংয়ের মতো দুটি সুযোগ্য নাম থাকা সত্ত্বেও কখনও দেশের জার্সিতে না খেলা মানহাসের বোর্ড সভাপতি পদে দায়িত্ব গ্রহণ ভারতীয় ক্রিকেটের উন্নতিকে তরান্বিত করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, ৪৬ বছর বয়সী মিঠুন কখনও দেশের হয়ে না খেললেও ভারতের ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। ভারতীয় এ দলের হয়ে খেলার পাশাপাশি আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। এ ছাড়া রনজি ট্রফিতে নেতৃত্বও দিয়েছেন দিল্লিকে।
ক্রিকেট প্রশাসক হিসেবেও মানহাসের ট্র্যাক রেকর্ড উজ্জ্বল। জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থার ক্রিকেট অপারেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। সাধারণতঃ এই ধরনের পদগুলিতে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা শুধুমাত্র ক্ষমতাসীনদের মুখাপেক্ষী না হয়ে থেকে নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা করেন। এখানেই মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন মানহাস।
তিনি জম্মু এবং শ্রীনগরের ক্রিকেটীয় সুযোগ সুবিধাগুলির উল্লেখযোগ্য উন্নতি নিশ্চিত করার জন্য কার্যত হাতেকলমেই করেছিলেন কাজটি। ফলে বিসিসিআইয়ের সভাপতি পদে তাঁর দায়িত্ব গ্রহণের ঘটনাটি ভারতীয় ক্রিকেটের জন্য লাভদায়ক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।