মশলার জগতে শতবর্ষেরও বেশি ঐতিহ্য নিয়ে বাংলার ঘরে ঘরে সমাদৃত সানরাইজ মশলা এবারের দুর্গাপুজোয় নিয়ে এল এক অভিনব প্রযুক্তিনির্ভর উদ্যোগ — ‘সানরাইজ মা-এর সাথে সেলফি’।
দুর্গাপুজো মানেই ভিড়, আনন্দ আর ভক্তির আবেগে ভরপুর শহর কলকাতা। আর দুর্গাপুজোর সঙ্গে আরও একটি অনুষঙ্গ জড়িয়ে গিয়েছে, সেটি হল সেলফি।খ্যাতনামা মণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে মা-এর সঙ্গে সেলফি তোলা বহু মানুষের স্বপ্ন হলেও বাস্তবে তা প্রায়ই ভিড়, লম্বা লাইন ও নিষেধাজ্ঞার কারণে সম্ভব হয় না। বিশেষ করে প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা দূর জেলার মানুষের কাছে এটি এক বড় বঞ্চনা। উপরন্তু, ছবি তোলার প্রবণতার জেরে মণ্ডপে অতিরিক্ত ভিড় বাড়িয়ে তোলে, যা অনেককেই সমস্যায় ফেলে।
এই সমস্ত সমস্যার সমাধানেই সানরাইজ নিয়ে এসেছে এক অনন্য সমাধান। দূর গাঁয়ে বসেও শহরের দুর্গার সঙ্গে সেলফি।
SunriseThePuja.App-এর সহযোগিতায় এই বছর চালু করা হয়েছে একটি বিশেষ QR কোড। স্ক্যান করলেই দর্শনার্থীরা চলে যাবেন একটি ডিজিটাল ইন্টার্যাক্টিভ ম্যাপে, যেখানে থাকবে কলকাতার ৫০টিরও বেশি খ্যাতনামা দুর্গাপুজোর মণ্ডপ। সেখান থেকে তাঁরা উপভোগ করতে পারবেন ৩৬০-ডিগ্রি ইমার্সিভ ভিউ এবং তুলতে পারবেন নিখুঁত ভার্চুয়াল সানরাইজ মা-এর সাথে সেলফি বা গ্রুপফি— কোনও ঠেলাঠেলি নয়, কোনো ভিড় নয়।
সেলফিগুলি ব্যবহারকারীরা নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন এবং @SunrisePure ট্যাগ করতে পারবেন। উৎসবকাল জুড়ে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কারও।
আজ এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন খ্যাতনামা অভিনেতা ও সানরাইজের ব্র্যান্ড অ্যাম্বাসডর আবীর চট্টোপাধ্যায়, তিনি নিজে অ্যাপটি প্রদর্শন করেন এবং বাংলার মানুষকে আহ্বান জানান দুর্গাপুজোর এই অভিনব প্রযুক্তিনির্ভর উদ্যোগ উদযাপনে শরিক হতে।
আবীর চট্টোপাধ্যায় বলেন:
“দুর্গাপুজো মানেই আবেগ, সংযোগ আর আনন্দ। সানরাইজের এই উদ্যোগ সকলকে— তাঁরা যেখানে-ই থাকুন না কেন— উৎসবের অংশ হতে দিচ্ছে। আর এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভিড় কমে এবং সবার অভিজ্ঞতা আরও সুন্দর হয়।”
সানরাইজ ‘মা-এর সাথে সেলফি’ সত্যিকার অর্থেই দুর্গাপুজোর আনন্দকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।