মহারাষ্ট্রে টানা দ্বিতীয় দিনে প্রবল বর্ষণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির খবর নিশ্চিত করেছে প্রশাসন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই, মুম্বই মেট্রোপলিটন অঞ্চল (এমএমআর), কোকন, উত্তর ও পশ্চিম মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এবং বিদর্ভ অঞ্চল। শুধুমাত্র রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১১ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ৭,২০০ জনই বন্যাকবলিত মারাঠওয়াড়া অঞ্চলের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় আহিল্যানগরে ২ জন, নাসিক, জালনা ও ইয়াভাতমলে ১ জন করে মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ছত্রপতি সাম্ভাজি নগরে (১১০.৩ মিমি), আহিল্যানগরে (৮১.৮ মিমি) এবং নাসিকে (৭৬.৬ মিমি)।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী দিনগুলোতে বৃষ্টিপাত আরও বাড়বে। পালঘর ও নাসিকের কিছু অংশে রেড অ্যালার্ট এবং থানে, পুনে ও রায়গড় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস মারাঠওয়াড়া ও সোলাপুরের পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং জেলা প্রশাসকদের দ্রুত ত্রাণ ও আশ্রয় প্রদানের নির্দেশ দিয়েছেন।
উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থানে ও পালঘরের পরিস্থিতি খতিয়ে দেখে জানিয়েছেন, “প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং ভাটসা ড্যামের দরজা খোলা হয়েছে।”
