ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কোনও একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অথচ তাঁরা সেলফি তোলেননি এমনটা প্রায় হয়ই না – দুই রাষ্ট্রনেতার সুসম্পর্ক এতটাই ভাল। সেই জর্জিয়া মেলোনির আত্মজীবনী ‘I am Giorgia – My Roots, My Principles’-এর ভারতীয় সংস্করণের ভূমিকাটি লিখেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এই বইটিকে মেলোনির নিজস্ব ‘মন কি বাত’ বলে উল্লেখ করেছেন।আসলে এই ‘মন কি বাত’ কথাটি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানের নাম থেকে নেওয়া।
রূপা পাবলিকেশনস প্রকাশিত বইটির ভারতীয় সংস্করণ ৭ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশিত হবে। ভূমিকায় মোদি ভারত ও ইতালির মধ্যে সভ্যতার যোগসূত্রের ওপর গুরুত্ব আরোপ করেছেন, যা শুধুমাত্র চুক্তি বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেছেন একটা মূল্যবোধ দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত তৈরি করেছে। মোদির মতে, এই মূল্যবোধই তার সঙ্গে মেলোনির ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তি।
মোদী তাঁর ভূমিকায় লিখেছেন, এই বই পাঠকদের মেলোনির হৃদয় ও মনকে গভীরভাবে বুঝতে সুযোগ করে দেবে। আর এই কাজকে নিজের জন্য এক বড় সম্মান হিসেবে বর্ণনা করেছেন।মোদির আশা ভারত–ইতালি সম্পর্ক যতই গভীর হবে ততই এই বই ততই পারস্পরিক বোঝাপড়া বাড়াবে মানবিক সম্পর্কের গুরুত্বকে আরও মজবুত করবে।
Leave a comment
Leave a comment