সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য বলেই পরিচিতি এই দেশের।জঙ্গিবাদ এই দেশের রাষ্ট্রনীতির অংশ হয়ে গেছে বলে বারবার অভিযোগ করেছে দিল্লি।সেই পাকস্তানেরই বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার জারঘুন রোডে এফসি (ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি) সদর দফতরের কাছে মঙ্গলবার বিস্ফোরণে প্রাণ গেল ১৩ জনের। আহত হয়েছেন আরও ৩২ জন।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মডেল টাউন এবং আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রবল শব্দে আশপাশের বাড়িঘর ও ভবনের জানালা ভেঙে যায়। বিস্ফোরণের পরপরই এলাকায় গুলি চলার শব্দ শোনা যায়, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে মডেল টাউন থেকে হালি রোডের দিকে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি মোড় নিতেই বিস্ফোরণ ঘটে। প্রথমে ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।পরে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ৩২ জনকে কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
Leave a comment
Leave a comment