চাপ বাড়ছে মহসিন নকভির। মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে চেয়ারম্যান নকভিকে তুলোধনা করলেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্স রাজীব শুক্লা। তিনি সরাসরি জানতে চাইলেন, কেন চ্যাম্পিয়ন দল ট্রফি পেল না। স্মরণ করিয়ে দিলেন, এশিয়া কাপ ক্রিকেটের ট্রফিটা নকভির নয়, ওটা এসিসি-র সম্পত্তি। সুতরাং সেটি যথাযথভাবে চ্যাম্পিয়ন দল ভারতের কাছে হস্তান্তর করা উচিত এবং গোটা বিষয়টি অবিলম্বে এসিসি-র খতিয়েও দেখা উচিত।
‘ইন্ডিয়া টুডে’-র প্রকাশিত সংবাদে লেখা হয়েছে, এসিসি-র মঙ্গলবারের বৈঠকে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা এবং এসিসি চেয়ারম্যান তথা পিসিবি প্রধান মহসিন নকভির। এশিয়া কাপের ফাইনাল ম্যাচের পরবর্তী ঘটনাবলী ঘিরে নকভির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন শুক্লা। নকভিও ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, গত রবিবার দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে সালমন আঘার পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সূর্যকুমার যাদবের ভারত। কিন্তু ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় ক্যাপ্টেন কিন্তু এশিয়া কাপ ট্রফি হাতে পাননি। অভিযোগ, তাঁর হাত থেকে ভারতীয় অধিনায়ক পুরস্কার নিতে অস্বীকার করায় ক্ষুব্ধ নকভি ট্রফি সহ চ্যাম্পিয়ন টিমের ব্যক্তিগত মেডেলগুলিও নিয়ে হোটেলে চলে যান।
মঙ্গলবারের এসিসি-র সভায় বিসিসিআইয়ের প্রতিনিধিত্বকারী রাজীব শুক্লা শুরুতেই চেয়ারম্যান নকভিকে এই নিয়ে তিরস্কৃত করেছেন। বৈঠকে কিন্তু চুপ করে বসেছিলেন না মহসিন নকভিও। শুক্লার তিরস্কারের উত্তর দিতে গিয়ে নকভি বলেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে কার্টুনের মতো দেখানো হয়েছিল। আর সেটি করেছে টিম ইন্ডিয়াই। তিনি আরও বলেন ভারতীয় দল তাঁকে লিখিতভাবে জানায়নি যে তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ করবে না। উত্তেজিত বিসিসিআই প্রতিনিধিকে শান্ত করতে নকভি বলেন যে, এই বিষয়টি এখনকার বৈঠকে নয়, ভিন্ন মঞ্চে আলোচনা করব।
নকভির এমন সাফাইতে মোটেও সুর নরম করেননি বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। বৈঠকের মাঝে বিসিসিআই-এর আর এক প্রতিনিধি আশিস শেলার ফের তোপ দেগে বলেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতকে এখনও পর্যন্ত অভিনন্দন জানাননি এসিসি চেয়ারম্যান। কোণঠাসা নকভি এর পরপরই চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন জানাতে বাধ্য হয়েছেন।
এসিসি-র এদিনের বৈঠকে বিসিসিআই প্রতিনিধিরা প্রস্তাব দিয়েছিল তাঁদের হাতেই যেন এশিয়া কাপের ট্রফি ও মেডেলগুলি তুলে দেওয়া হোক। একগুঁয়ে চেয়ারম্যান কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের প্রস্তাবে রাজি হননি। ক্ষুব্ধ শুক্লা এবং শেলার এর পরপরই বলেন এসিসির বৈঠকে আলোচনা করার মতো আর কোনও বিষয় তাঁদের কাছে এই মুহূর্তে নেই। তবে একই সঙ্গে জানিয়ে দেন বিসিসিআই এই বিষয়টি ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি -র কাছেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবে।
প্রসঙ্গত, গত রবিবারের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে চ্যাম্পিয়ন ভারত যে এসিসি চেয়ারম্যান তথা পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির হাত থেকে পুরস্কার গ্রহণ করবে না তা আগেই জানিয়েছিল। টিম ইন্ডিয়ার সেই বার্তায় অনুমোদন ছিল বিসিসিআই-এরও। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াই প্রথম সরকারি ভাবে জানান যে, এশিয়া কাপ ট্রফিটি মাঠ থেকে নাকভির হোটেল রুমে নিয়ে যাওয়া হয়েছে। অথচ চ্যাম্পিয়ন ভারত কিন্তু এমিরেটস বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফিটি গ্রহণ করতে প্রস্তুত ছিল। কিন্তু এসিসির চেয়ারম্যান সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।