বাংলার ইতিহাস, দেশভাগ ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি – এবার কলকাতার দুর্গাপুজোয় থিম হিসেবে উঠে এসেছে এই সব বিশেষ ভাবনা। নিউ আলিপুরের সুরুচি সংঘ, হাতিবাগানের নবীনপল্লি এবং লেক ভিউ রোডের সমাজসেবী সংঘের পুজোয় প্রাধান্য পেয়েছে সেই সময়কালের নানা উপাদান।
দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো সুরুচি সংঘ এ বছর থিম করেছে ‘অনুশীলন সমিতি’কে ঘিরে। পরাধীন ভারতে এই বিপ্লবী সংগঠনটির ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলন নাড়িয়ে দিয়েছিল ইংরেজদের মনোবল। বিপ্লবীদের মূর্তি, স্বাধীনতা সংগ্রামের নানা দৃশ্য এবং বাংলায় লেখা ঐতিহাসিক তথ্যাংশ সাজিয়ে তোলা হয়েছে এবারের মন্ডপ। রয়েছে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি এবং মৃত্যুদণ্ডের রায়ের কপি। সংগঠকরা জানাচ্ছেন অনুশীলন সমিতির কাজ ইতিহাসে যথাযথ আলো পায়নি। সেই সময়ের ঘটনা মানুষকে নতুন করে জানানোর চেষ্টা করা হয়েছে। গোটা প্যান্ডেলটাই যেন একটা নকল কারাগার। যেখানেই বিপ্লবীদের ব্যক্তিগত ইতিহাসও তুলে ধরা হয়েছে।
দক্ষিণ কলকাতার লেক ভিউ রোডে সমাজসেবী সংঘের এবারের থিমে উঠে এসেছে ১৯৪৬ সালের দাঙ্গার সময়ে মানবিক ঐক্যের ছবি। ইতিহাস বলছে ১৯৪৫/৪৬ সালে লেক ভিউ রোডও দাঙ্গার সাক্ষী হয়েছিল। সেই সময়ই সমাজসেবী সংঘের জন্ম, উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমানদের একত্র করে পুজো করা। এবারের থিমে সেই সময়ের লেক ভিউ রোডকে কল্পনায় পুনর্নির্মাণ করা হয়েছে।
মণ্ডপে রয়েছে সেই সময়ের বাড়িঘর, পাড়ার চিত্র, দাঙ্গা-সংক্রান্ত সংবাদপত্রের কাটিং এবং মৃতদেহ ও লুটপাটের ছবি। লীলা রায়, মেঘনাদ সাহা ও জাদুনাথ সরকারের মত বিখ্যাত ব্যক্তিত্বদের মূর্তিও রাখা হয়েছে। লীলা রায় ছিলেন এই সংঘের প্রতিষ্ঠাতা, দাঙ্গার সময়ে ট্রাক নিয়ে সব ধর্মের মানুষকে উদ্ধারে নেমেছিলেন— তুলে ধরা হয়েছে সেই ইতিহাসও।
উত্তর কলকাতার হাতিবাগান নবীনপল্লি এবছর থিম করেছে ‘ আমার দেশ আমার দুর্গা’। এখানে দেবী দুর্গাকে ভাবা হয়েচজে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে। দেবী দুর্গার প্রতিমা দাঁড়িয়ে আছেন তেরঙ্গার পটভূমিতে। প্রতিমাটি তৈরি হয়েছে মেদিনীপুরের পটচিত্র শৈলীতে, আর মহিষাসুর গড়া হয়েছে পাশ্চাত্য শিল্পরীতিতে। মণ্ডপে দেখা যাচ্ছে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের চিত্র ও তথ্যাংশ।
মণ্ডপে মাতঙ্গিনী হাজরা ছাড়াও কনকলতা বড়ুয়া (১৭) এবং টিলেশ্বরী বড়ুয়া (১২)-র মতো অল্পবয়সী শহিদ নারীদেরও সংগ্রামের তথ্য তুলে ধরা হয়েছে, যাদের অনেকেই অজানা থেকে গেছেন এই প্রজন্মের কাছে।
Leave a comment
Leave a comment