শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে সকাল ১১টায় ঢাকার রামকৃষ্ণ মিশনে শুরু হয় কুমারী পুজো। ভক্তদের ভিড়ে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ। দুপুর ১২টায় পুজো শেষ হয়। ঢাকার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায়ও অনুষ্ঠিত হয়েছে কুমারী পুজো। মাতৃরূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা হিসেবে পুজো করাই এর মূল তাৎপর্য।
স্বামী একনাথনন্দ মহারাজ বলেন, নারী মানে মায়ের প্রতীক, কুমারী পুজো মানে স্বয়ং মায়ের আরাধনা। মূলত অষ্টমীতে ১ থেকে ১৬ বছরের কুমারী কন্যাকে ‘উমা’ রূপে পুজো করা হয়। এদিন নারী-পুরুষের জন্য পৃথক প্রবেশপথ, নিরাপত্তা বেষ্টনী ও শৃঙ্খলাবদ্ধ আয়োজন ছিল চোখে পড়ার মতো। ভক্তদের মতে, এটি একাধারে ঈশ্বর আরাধনা, মানবপ্রেম ও নারীর সম্মান প্রতিষ্ঠার প্রতীক।
Leave a comment
Leave a comment