
উত্তর আরব সাগরে গভীর নিম্নচাপ এবার ঘূর্ণিঝড়ের চেহারা নিল। আবহাওয়া দফতর (IMD) বিষয়টি নিশ্চিত করেছে। পশ্চিম- দক্ষিণ-পশ্চিম অভিমুখে এটি যাবে, আগামী ২৪ ঘণ্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের আকার নেবে।এর আগে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল উত্তর-পূর্ব আরব সাগরের উপর একটি গভীর নিম্নচাপ ১২ কিমি প্রতি ঘণ্টা বেগে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
৩ অক্টোবর সকালে বলা হয়েছিল এই নিম্নচাপের কেন্দ্রস্থল দ্বারকা থেকে ২৪০ কিমি পশ্চিম দক্ষিণ-পশ্চিমে। এটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। প্রাথমিকভাবে পশ্চিম দিকে ও পরবর্তীতে পশ্চিম দক্ষিণ-পশ্চিমে সরে গিয়ে আগামী ২৪ ঘণ্টায় সাইক্লোনের আকার নিতে পারে। এটির নাম দেওয়া হয়েছে সাইক্লোন ‘শক্তি’।এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। আসলে শক্তি (Shakthi) একটি তামিল শব্দ। যার অর্থ হল পাওয়ার বা শক্তি।এই ঘূর্ণিঝড়ের জেরে উত্তাল হবে আরব সাগর। আরব সাগরের উপর ৭৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বাতাসের গতি বৃদ্ধি পাবে। ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত গুজরাত ও পূর্ব মহারাষ্ট্র উপকূলে ৪৫- ৫৫ কিমি বেগে ঝড় বইতে পারে। উত্তর-পূর্ব আরব সাগরে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে।
