
দশমীর রাতে যখন সারা রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন চলছে তখনই হুগলির শ্রীরামপুরে আইনের রক্ষকই রাস্তায় বেসামাল হয়ে পড়লেন। অভিযোগ বৃহস্পতিবার রাতে শ্রীরামপুরের বটতলায় রীতিমতো মদ্যপান করে বেসামাল অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। আর তারই ভিডিয়ো ভাইরাল হতেই দশমীর রাতে রীতিমতো স্তম্ভিত রাজ্যবাসী। ঘটনা নজরে আসতেই রীতিমতো নড়েচড়ে বসে প্রশাসন। সূত্রের খবর, অভিযুক্ত ওই ট্রাফিক ইন্সপেক্টরকে আপাতত ক্লোজ করা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশের কোনও আধিকারিক মন্তব্য করেননি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কর্তব্যরত ওই ট্রাফিক ইন্সপেক্টর বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর বটতলায় ডিউটি দিচ্ছিলেন। ট্রাফিক কন্ট্রোলের পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় কোনও রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই দায়িত্ব পালন করছিলেন অন্যান্য পুলিশ কর্মীরা। কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ তো দূরের কথা ওই ট্রাফিক ইন্সপেক্টর নিজেই তখন বেসামাল হয়ে পড়েন। ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। কখনও আবার রাস্তায় লুটিয়ে পড়ছেন। ট্রাফিক পুলিশের এই কীর্তিতে রীতিমতো হতবাক এলাকার মানুষ। কেউ কেউ আবার সে সময় ভিডিয়ো তোলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে ওই ট্রাফিক ইন্সপেক্টরের সহকর্মীরা তখন ট্রাফিক নিয়ন্ত্রণ ছেড়ে তাঁকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

অভিযোগ সেই সময় উত্তেজিত জনতার একাংশ ওই ট্রাফিক পুলিশকে মারধরও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্যান্য সহকর্মীরা তাঁকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। এদিকে নেশাগ্রস্ত ওই ট্রাফিক ইন্সপেক্টরের অভব্য আচরণের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রীতিমতো নড়েচড়ে বসে প্রশাসন। সূত্রের খবর চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করার পাশাপাশি তাঁকে মারধর করার অভিযোগের তদন্ত শুরু করেছে।