
ট্রাম্পের ঘোরে পড়েছে পাকিস্তান? এমনই অভিযোগ বিভিন্ন মহলের। গাজা নিয়ে মার্কিন পরিকল্পনায় প্রকাশ্যে সমর্থন দেওয়ার পর দেশে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে পাক নেতৃত্ব। এর পরই সমালোচনার ঝড় সামলাতে ডিগবাজি খায় তারা।
পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার শুক্রবার সংসদে দাবি করেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফার গাজা শান্তি প্রস্তাব ঘোষণা করেছেন, সেটি আসলে মুসলিম দেশগুলোর সঙ্গে আলোচনায় তৈরি করা মূল খসড়া নয়।গত সপ্তাহেই ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করতে শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। তাতে হামাসকে অস্ত্র মুক্ত করা, ধাপে ধাপে ইজরায়েলের গাজা থেকে সরে আসা, বন্দি বিনিময় এবং আরব রাষ্ট্রগুলোর অর্থে গাজার পুনর্গঠনের প্রস্তাব রাখা হয়। তবে তাতে প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের কোনও স্পষ্ট রূপরেখা ছিল না যা বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই পরিকল্পনাকে ১০০ ভাগ সমর্থন করেছেন। শাহবাজ শরিফও প্রকাশ্যে পরিকল্পনাকে স্বাগত জানিয়ে দুই-রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্ব দেন। এক্স-এ তিনি লেখেন, স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব মেটানো জরুরি।তবে এর তীব্র সমালোচনা শুরু হয় পাকিস্তানের অন্দরেই। রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিক ও বিশ্লেষকেরা শহবাজ শরিফের এই অবস্থানকে ‘আত্মসমর্পণ’ বলেই আখ্যা দেয়। এরপরেই শুক্রবার ট্রাম্পের ২০ দফা প্রস্তাব নিয়ে পাক সরকারের অবস্থান স্পষ্ট করেন ইশাক দার।