
শুক্রবার দিনভর বারাণসীতে ১৮৭ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে, যা পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে এ বছর ২৩ আগস্ট ১৬২ মিমি বৃষ্টি হয়েছিল। ফলে চলতি বছরে ১২৫ বছরের পুরনো রেকর্ড দ্বিতীয়বারের মতো ভাঙল। ১৯০০ সালের ৯ অক্টোবর ২৪ ঘণ্টায় ১৩৮.৯ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছিল এই প্রাচীন শহরে।

বিএইচইউ-তে অবস্থিত আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি মরশুমের দ্বিতীয় সর্বাধিক বৃষ্টিপাত। বিভাগ আরও সতর্ক করেছে, শনিবার ও রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, শনিবার অষ্টম শ্রেণি পর্যন্ত সব স্কুল বন্ধ ছিল।শুক্রবার সকাল আটটা থেকে যে হালকা বৃষ্টি শুরু হয়, তা সকাল দশটার পর তীব্র হয়। দুপুর আড়াইটে থেকে রাত আটটা পর্যন্ত বিরামহীন বৃষ্টিতে শহরের নিচু অঞ্চল থেকে শুরু করে অভিজাত কলোনি, এমনকি বিএইচইউ হাসপাতাল ও আবাসিক ক্যাম্পাস জলমগ্ন হয়ে পড়ে।

বিএইচইউ-র স্যার সুন্দরলাল হাসপাতাল কোমরসমান জলে ডুবে যায়। শহরের বহু রাস্তাঘাট উপচে পড়ে। জরুরি কাজে বাইরে যাওয়া মানুষদের মুখে শুধু একটাই কথা, এই বৃষ্টি শ্রাবণ ও ভাদ্র মাসের বৃষ্টিকেও হার মানিয়েছে।বৃষ্টির কারণে বাজার আগেভাগেই বন্ধ হয়ে যায়। রবীন্দ্রপুরী কলোনির অনেক বাড়িতে জল ঢুকে পড়ে, অনেকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন।ট্রমা সেন্টার, সামনাঘাট রোড ও ভগবানপুর এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল। রোহিত নগর, সাকেত নগর, ব্রহ্মানন্দনগর ও কবীর নগরে রাস্তায় জল জমে বহু চার চাকা গাড়িও আটকে পড়ে। রবিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা।