
দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেন এখন একজন গর্বিত পিতাও। গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী এলা ভিক্টোরিয়ার কোল আলো করেছে এক নবজাতক। স্বভাবতই কার্লসেন-ভিক্টোরিয়া জুটি বর্তমানে তাঁদের দাম্পত্যজীবনের নতুন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁদের সংসারে নতুন সদস্যের আগমন ঘিরে যাবতীয় নীরবতা ভেঙেছেন এলা ভিক্টোরিয়া।
সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁদের মিষ্টি নবজাতকের পাশে ঘুমন্ত ম্যাগনাসের একটি ছবি পোস্ট করে ভক্তদের কাছে সুখবরটি জানান এলা ভিক্টোরিয়া। বলাবাহুল্য ইনস্টাগ্রামের সেই ছবিটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সারা বিশ্ব থেকে শুভেচ্ছার ঝড় বয়ে যায়। তবে, দাবার বিশ্বসংস্থা FIDE-এর একটি সরস শুভেচ্ছা বার্তা কিন্তু সবার দৃষ্টি কেড়ে নিয়েছে।ফি়ডে তাঁদের X হ্যান্ডেলে লিখেছেন, “অভিনন্দন। ম্যাগনাস কার্লসেনের দুর্দান্ত জিন রয়েছে।” কার্লসেন পরিবারের উদ্দেশ্যে ফিডের এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তা ঘিরে এখন জোর চর্চা চলছে দাবা বিশ্বে। যদিও দাবার বিশ্বসংস্থা বিষয়টি স্পষ্ট করে কিছু জানায়নি। তবে ধারণা করা যেতে পারে যে, ২০২৪ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনের “জিন্স” পরা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে তখনকার পরিচালনা কমিটিকে কটাক্ষ করেছে।

প্রসঙ্গত, সেবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ুকে জিন্স পরার জন্য ২০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,১০০ টাকা) জরিমানা করা হয়েছিল। তখন ব্লিটজ টুর্নামেন্টের নিয়ম অনুসারে জিন্স পরা ছিল “স্পষ্টভাবে নিষিদ্ধ”। নবম রাউন্ডের আগে টুর্নামেন্টের প্রধান আরবিটর অ্যালেক্স হোলোভজাক তাঁকে পোশাক পরিবর্তন করতে অনুরোধ করেছিলেন। নরওয়ের দাবাড়ু তা অস্বীকার করায় তাঁকে র্যাপিড ইভেন্ট থেকেও অযোগ্য বলে ঘোষণা করা হয়।যদি কার্লসেন টুর্নামেন্ট পরিচালন কমিটির সঙ্গে কথা বলে পরে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে ফিরে আসেন। তবে জিন্স বিতর্কের সেই ঘটনা থেকেই FIDE-এর তাদের নীতি পরিবর্তন করেছে। জানানো হয় এখন থেকে প্রতিযোগিতায় জিন্স পরতে বাধা নেই প্রতিযোগীদের। তবে রং মিলিয়ে পরতে হবে জিন্স। তবেই খেলার অনুমতি দেবে ফিডে।
বিশ্ব দাবা সংস্থার তখনকার প্রধান আর্কাডি ভরকোভিচ বলেছিলেন, “ফিডে আধিকারিকেরা প্রতিযোগীদের পোশাকের ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, তা নিয়ে আর একটু নমনীয় হতে বলব। পোশাকের নিয়ম মানতেই হয়। এই নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে জ্যাকেট এবং জিন্সের রং যদি একই হয়, তা হলে খেলার অনুমতি দেওয়া যেতে পারে।” আপাতত ছুটিতে থাকলেও ম্যাগনাস কার্লসেন কিন্তু এই অক্টোবরেই (৭ থেকে ১১ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অনুষ্ঠেয় ক্লাচ দাবা প্রদর্শনী ম্যাচে ভারতের ডি গুকেশের বিরুদ্ধে খেলবেন। ক্লাচ দাবার প্রদর্শনী ম্যাচে দেখা যাবে বিশ্বনাথন আনন্দ বনাম গ্যারি কাসপারাভের দ্বৈরথও।