
রবিবার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপূজা কার্নিভাল। প্রায় ৪,০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন নিরাপত্তার জন্য। এবারের কার্নিভালে শহরের মোট ১১৩টি পূজা কমিটি অংশ নেবে, যারা তাদের প্রতিমা নিয়ে আসবে বিসর্জনের শোভাযাত্রায়, সঙ্গে থাকবে নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনা।শুক্রবার পুলিশ ও পূজা উদ্যোক্তাদের বৈঠকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রতিটি পূজা কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট সময়, রুট ও নিরাপত্তা প্রোটোকল।
যানজট এড়াতে উদ্যোক্তাদের অনুরোধ করা হয়েছে শনিবার মধ্যরাতের পরেই ট্যাবলো নিয়ে আসতে।এক পুলিশ আধিকারিক জানান, “এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা।” প্রতিটি ক্লাবকে তিন মিনিট সময় দেওয়া হবে তাদের প্রতিমা, থিম ও পরিবেশনার জন্য। দক্ষিণ কলকাতা থেকে আসছে ৬০টি কমিটি, বাকি উত্তর কলকাতা থেকে।
২০১৬ সালে শুরু হওয়া এই কার্নিভাল এখন কলকাতার দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ। এবারের আসরেও চোখ ধাঁধানো সাজসজ্জা, সেরা প্রতিমা ও নৃত্য-ঢাকির সুরে মাতোয়ারা হবে রেড রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই অনুষ্ঠান পরিচালনা করবেন। ইতিমধ্যেই মূল মঞ্চ ও অতিথিদের বসার প্যাভিলিয়ন প্রায় প্রস্তুত। লাগানো হচ্ছে মাইক্রোফোন ও ফ্লাডলাইট।ত্রিধারা সম্মিলিনীর মিডিয়া কো-অর্ডিনেটর গার্গী মুখোপাধ্যায় বলেন, “আমাদের প্রতিমা থাকবে একটি গাড়িতে, আরেকটি গাড়িতে থাকবে এ বছরের থিম।”বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব (হরিদেবপুর)-এর সদস্যরা শুক্রবার মহড়ায় ব্যস্ত ছিলেন।
ক্লাবের সম্পাদক শুভঙ্কর সাহা বলেন, “যুব সদস্যরা এই কার্নিভালে অংশ নিতে ভীষণ উৎসাহী।”আরেকটি পূজা কমিটির সম্পাদক সুবীর দাস জানালেন, “আমাদের কমিটির মহিলারা একটি নৃত্য পরিবেশন করবেন দিদির লেখা ও নচিকেতার গাওয়া গানে। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের পুজোকে কার্নিভালের জন্য নির্বাচিত করার জন্য।”
