
বস্তারের ঐতিহ্যবাহী দশেরা উৎসবে যোগ দিতে এসে শনিবার বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আদিবাসী সংস্কৃতির এই মহোৎসবকে কেন্দ্র করে আয়োজিত সভায় তিনি গ্রামবাসীদের উদ্দেশে বলেন, যুবকদের মাওবাদী দলে থাকতে উৎসাহ না দিয়ে, বরং তাদের বোঝান যেন তারা আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আসে এবং উন্নয়নে অংশ নেয়।শাহ বলেন, স্বাধীনতার পর এত দশক কেটে গেলেও বস্তারের উন্নয়ন থমকে রয়েছে মূলত মাওবাদী হিংসা ও অস্থিরতার কারণে।
অন্য রাজ্যের মতো এখানে বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবা পৌঁছতে পারেনি। তিনি প্রতিশ্রুতি দেন, বস্তার থেকে মাওবাদ নির্মূল হলে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে প্রতি গ্রামে ১ কোটি টাকা করে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করবে।স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, সরকার ইতিমধ্যেই আত্মসমর্পণ করা মাওবাদীদের জন্য পুনর্বাসন নীতি চালু করেছে। যারা মূল স্রোতে ফিরতে চান, তাঁদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে। তবে যারা অস্ত্রধারণ চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
অমিত শাহ স্পষ্ট বার্তা দেন, ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে বস্তার অঞ্চলকে সম্পূর্ণ মাওবাদ-মুক্ত ঘোষণা করা হবে। তিনি বলেন, “মাওবাদীদের জন্য ভারতবর্ষে আর কোনও স্থান থাকবে না। উন্নয়ন ও শান্তিই হবে একমাত্র পথ।”বক্তৃতায় শাহ বস্তারের আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করেন। তিনি বলেন, বস্তারের দশেরা শুধু একটি উৎসব নয়, এটি মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক শক্তির প্রতীক। এই ঐতিহ্য বস্তারের পরিচয় বহন করে এবং গোটা দেশকে সমৃদ্ধ করে।এদিন শাহ আরও জানান, দুর্গম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নতুন বাস পরিষেবা চালু করা হবে, যাতে প্রত্যন্ত এলাকার গ্রামগুলিকে সদর দফতরের সঙ্গে যুক্ত করা যায়। একই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হবে।