
প্রকাশিত হয়েছে ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’। সেই অনুযায়ী প্রথম ভারতীয় বিলিয়নিয়ার অভিনেতা হিসেবে উঠে এলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তালিকায় দেখা যায়, শাহরুখের মোট সম্পদ ১.৪ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১২,৫০০ কোটি টাকা। তাঁর এই সম্পদের পরিমাণ তাঁকে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে একজন করে তুলেছে।কিন্তু অবাক করা বিষয় হল, বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি নন। এই স্থান দখল করেছেন অন্য একজন, যিনি কখনও কোনও ছবিতে অভিনয়, পরিচালনা বা পারফর্ম করেননি। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ এবং ফোর্বস উভয় তালিকাই বলছে, রনি স্ক্রুয়েভালা হলেন হিন্দি চলচ্চিত্র জগতের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদ ১.৫ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৩, ৩০০ কোটি টাকা। এছাড়াও তালিকায় রয়েছেন, করণ জোহর (১,৮৮০ কোটি), বচ্চন পরিবার (১,৬৩০ কোটি), ভূষণ কুমার এবং আদিত্য চোপড়া (প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ কোটি)। তবে, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ তাঁদের নামের কোনও উল্লেখ নেই।এবার জানুন রনি স্ক্রুয়েভালার পরিচয়। রনি স্ক্রুয়েভালা ভারতের কেবল টেলিভিশন বিপ্লবের পথিকৃৎ। ১৯৮০-এর দশকে তিনি টুথব্রাশ তৈরি দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি UTV প্রতিষ্ঠা করেন, যা প্রথমে টিভি স্টুডিয়ো এবং পরে একটি ফিল্ম প্রোডাকশন হাউস হিসেবে পরিচিত হয়।তিনি অনেক উল্লেখযোগ্য ছবি প্রযোজনা করেছেন, যেমন, লক্ষ্য, স্বদেশ, রঙ দে বসন্তী, যোধা আকবর, ফ্যাশন। যদিও ২০১২ সালে UTV ডিজনি-এর কাছে এক বিলিয়ন-ডলার ডিলে বিক্রি হয়। এরপর তিনি RSVP Movies প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে প্রযোজিত ছবিগুলো: কেদারনাথ, উরি, স্যাম বাহাদুর। রনির বড় সম্পদের একটি অংশ আসে তাঁর অন্যান্য ব্যবসায়িক বিনিয়োগ থেকে, যেমন upGrad এবং Unilazer।হুরুন ইনস্টিটিউট তাদের বার্ষিক হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ প্রকাশ করেছে। তাতেই বিভিন্ন ক্ষেত্রের ধনী ব্যক্তিদের তালিকা রয়েছে। শাহরুখ খান এখনও ভারতের সবচেয়ে ধনী সেলিব্রিটি হিসেবে রয়েছেন, তাঁর সম্পদ ৮৭০ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১.৪ বিলিয়ন ডলার হয়েছে।এই তালিকায় শাহরুখের সঙ্গে জুহি চাওলা এবং পরিবার, হৃত্বিক রোশন, করণ জোহর, বচ্চন পরিবার-সহ অন্যান্য বলিউডের সুপার-ধনী ব্যক্তিদের নাম রয়েছে। তবে তালিকায় সলমন খান, অক্ষয় কুমার, আমির খান, রণবীর কাপুর-এর মতো বড় তারকাদের নাম নেই। এছাড়াও বর্তমান সময়ের বলিউড অভিনেত্রীরা অর্থাৎ দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট-ও এই তালিকায় নেই।