
১৯৫২ সালে মাত্র ২৩ বছরের এক তরুণ আর্জেন্টিনীয় মেডিক্যাল ছাত্র আর্নেস্তো গেভারা তার জীর্ণ নর্টন ৫০০ সিসি বাইক লা পোদরোসা চড়ে বেরিয়েছিলেন দক্ষিণ আমেরিকা চষে বেড়াতে। আটাকামা মরুভূমি, আমাজনের গ্রাম, কলম্বিয়ার পাহাড়ি অঞ্চল, সব দেখেছিলেন তিনি। পথে পথে দারিদ্র্য, বৈষম্য, শোষণ চোখে পড়েছিল তাঁর। আর সেই অভিজ্ঞতাই গড়ে তুলেছিল ‘চে’ গেভারাকে, যিনি পরবর্তীকালে বিপ্লবের প্রতীক হয়ে ওঠেন।প্রায় ৭৩ বছর পর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী নেমেছেন দক্ষিণ আমেরিকার মাটিতে।

কলম্বিয়ার বোগোটা থেকে শুরু হয়েছে তাঁর চার দেশ ভ্রমণ। লক্ষ্য ব্রাজিল, কলম্বিয়া, পেরু ও চিলি। সব ক’টিই এখন বামঘেঁষা নেতৃত্বাধীন। যদিও চে-র মতো বাইকে চড়ে তিনি মহাদেশ পাড়ি দিচ্ছেন না, তবু মোটরসাইকেলের প্রসঙ্গ বারবার ঘুরেফিরে আসছে তাঁর সফরে।কলম্বিয়ায় পা রাখতেই রাহুল সামাজিক মাধ্যমে একটি বাজাজ পালসারের ছবি শেয়ার করে ভারতীয় মোটরবাইক কোম্পানিগুলির প্রশংসা করেন। পরে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপে আবারও তুলনা টানেন বাইক বনাম গাড়ির। এর আগে গত আগস্টেই তিনি তেজস্বী যাদবের সঙ্গে বিহারে মোটরসাইকেলে প্রচার করেছেন। এমনকি ভুলবশত নিরাপত্তারক্ষীরা এক কর্মীর বাইক হারিয়ে ফেলায় রাহুল নিজে তাকে নতুন বাইক উপহার দেন। ফলে প্রশ্ন জাগছে, এ কি তবে তাঁর নিজের ‘মোটরসাইকেল ডাইরিজ’?

রাহুলের সফরের রাজনৈতিক মাত্রাটিও কম গুরুত্বপূর্ণ নয়। চারটি দেশই বর্তমানে সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত। কলম্বিয়ায় গুস্তাভো পেত্রো, ব্রাজিলে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা, চিলিতে তরুণ গ্যাব্রিয়েল বরিক এবং পেরুতে দিনা বোলুয়ার্তে, প্রত্যেকেই বামপন্থী শাসনের ভিন্ন ভিন্ন ছাপ রেখেছেন।লুলার ব্রাজিলে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি ‘বলসা ফ্যামিলিয়া’ থেকে শুরু করে বরিকের চিলিতে মিলেনিয়াল প্রজন্মের জন্য জলবায়ু ও সামাজিক ন্যায়ের লড়াই, সবই রাহুলকে নতুন চিন্তার খোরাক দেবে। পেত্রো যেমন কর সংস্কার ও ভূমি বণ্টনের পথে এগোচ্ছেন, তেমনি বোলুয়ার্তে সমাজতন্ত্র ও বাস্তববাদের মিশ্র পথে হাঁটছেন।ভারতে জাতিগত গণনা, সম্পদ পুনর্বণ্টন, কর্পোরেটপন্থী পুঁজিবাদের সমালোচনা ইত্যাদি ইস্যুতে রাহুলের সাম্প্রতিক অবস্থান অনেকটাই বামমুখী।

দক্ষিণ আমেরিকার এই অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নতুন মাত্রা যোগ করতে পারে।যদিও আর্জেন্টিনা, চে-র জন্মভূমিকে এই সফরের বাইরে রাখা হয়েছে, সম্ভবত সেখানকার অরাজকতাপন্থী রাষ্ট্রপতি জাভিয়ের মিলে-র কারণে। তবে বাকি সফরে ইতিহাসের এক স্রোতের সঙ্গে মিশে যাচ্ছে নেহরু বংশের উত্তরসূরির যাত্রা।চে গেভারার যাত্রা শুরু হয়েছিল এক মোটরবাইকে, সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে। রাহুল গান্ধীর সফরও যদি মোটরসাইকেল আর সমাজতন্ত্রকে সেতুবন্ধন করে দেয়, তবে ইতিহাসের পুনরাবৃত্তি আরেকভাবে ধরা দিতে পারে দক্ষিণ আমেরিকার পথে।